ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিকিৎসকদের অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের সুযোগ

প্রকাশিত: ০৪:০৫, ৯ এপ্রিল ২০১৬

চিকিৎসকদের অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের  সুযোগ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশী প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ ও শিক্ষানবিস চিকিৎসকদের অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ লক্ষ্যে আগামী ২৯ এপ্রিল ঢাকার ধানম-ি ক্লাবে একটি তথ্যবিনিময় কর্মশালার আয়োজন করা হয়েছে। অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীদের একটি সংস্থা ডকলিংক ও মেন্টরস যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে। অস্ট্রেলিয়ার জেনারেল প্র্যাকটিশনার্স ট্রেনিং সংক্রান্ত পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল এ কর্মশালা পরিচালনা করবেন। এ কর্মশালার মাধ্যমে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক, ন্যূনতম তিন বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসক এবং ইন্টার্নি ও এমবিবিএস শেষবর্ষের ছাত্ররা অস্ট্রেলিয়ায় চিকিৎসক হিসেবে কর্মসংস্থানের যাবতীয় তথ্যাদি জানতে পারবেন। এছাড়া অস্ট্রেলিয়ায় চিকিৎসক স্বীকৃতি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা ও প্রশিক্ষণের সার্বিক সহযোগিতা সংক্রান্ত তথ্যাদিও লাভ করবেন। পাশাপাশি বাংলাদেশের চিকিৎসকগণ অস্ট্রেলিয়ায় চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনে তাদের বর্তমান যোগ্যতা নিরূপণ করার সুযোগ পাবেন। ডকলিংক সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের অস্ট্রেলিয়ায় মেডিক্যাল কাউন্সিলের (এএমসি) নির্ধারিত পরীক্ষায় অংশ না নিয়েও অস্ট্রেলিয়ায় চিকিৎসক হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। তবে সেটা নির্ভর করবে প্রত্যেক প্রার্থীর নিজস্ব যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর। এ কর্মশালায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ২০ এপ্রিল শেষ হবে। বিস্তারিত তথ্যের জন্য িি.িফড়পষরহশধঁংঃৎধষরধ.পড়স.ধঁ অথবা ০১৭১৩২৪৩৪২১ নাম্বারে যোগাযোগ করার জন্য ইচ্ছুক চিকিৎসকদের অনুরোধ জানিয়েছে।
×