ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০২, ৯ এপ্রিল ২০১৬

টুকরো খবর

যুবলীগকর্মী আটক সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ৮ এপ্রিল ॥ দর্শনা পৌরসভার রামনগর থেকে ১৬৯ বোতল ফেনসিডিল প্রাইভেটকারে তোলার সময় জুতা ব্যবসায়ী মনজুরুল ইসলামকে আটক করেছে বিজিবি। আটককৃত মনজুরুল ইসলাম উপজেলার দর্শনার ইসলামবাজারপাড়ার মৃত আজহার উদ্দীনের ছেলে ও যুবলীগকর্মী। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ায় ট্রেনের ধাক্কায় জেবর আলী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বেলপুকুর জাগিরপাড়া এলাকার মৃত আব্দুুল জব্বারের ছেলে। শুক্রবার সকালে বেলপুকুরের ভড়ুয়াপাড়া রেলক্রসিংয়ের পাশ থেকে পুঠিয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। ফেনসিডিলসহ আটক সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ৮ এপ্রিল ॥ দর্শনা থেকে ২৯৯ বোতল ফেনসিডিল ও পাঁচ রতি হেরোইনসহ শাহাবুল নামে মাদক বিক্রেতাকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে এগুলো আটক করা হয়। জাটকা জব্দ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৮ এপ্রিল ॥ ফতুল্লার পাগলা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা বুড়িগঙ্গা নদীতে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় দুলারচর-১ ও আঁচল-২ নামে দুটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ৮০০ কেজি জাটকা জব্দ করেছে। এর মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। শুক্রবার ভোরে কোস্টগার্ডের সদস্যরা জাটকাগুলো জব্দ করে। আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী চার বছরের সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন খানকে শুক্রবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, উপজেলার চরকুতুবপুর গ্রামের লোকমান খানের পুত্র গিয়াস উদ্দিন খানের বিরুদ্ধে সম্প্রতি আদালত একটি মামলায় চার বছরের সাজার রায় ঘোষণা করেন। জায়গা দখলের পাঁয়তারা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীতে এক প্রভাবশালীর অব্যাহত অত্যাচারে একটি হিন্দু পরিবার তাদের বসতবাড়ির জায়গা হারাতে বসেছে। ভুয়া দলিলের মাধ্যমে উক্ত জায়গা দখলের চেষ্টাসহ জোরপূর্বক গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই পরিবারটি চরম আতঙ্কে রয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মদ পানে মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অতিরিক্ত মদ পানে বরিশাল ক্লাবের সদস্য রফিকুল ইসলাম (৪১) শুক্রবার সকালে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রফিকুলের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার গাড়ুরিয়া গ্রামে। পুলিশ জানান, রফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে ক্লাবের ৪০৫নং কক্ষে অবস্থান করেন। এ সময় তিনি অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। সকালে তাকে শেবাচিম হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুই চোর আটক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ এপ্রিল ॥ আত্রাই উপজেলার গান্ধী আশ্রমের চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের সাগর (৩৫) ও আশরাফকে (৪০) গ্রেফতার করে জিজ্ঞাসা করলে তারা মালামাল চুরির কথা স্বীকার করে এবং তাদের বাড়ি তল্লাশি করে চুরি যাওয়া স্ট্যান্ড ফ্যানসহ চোরাই মালামালগুলো উদ্ধার করা হয়। শুক্রবার আসামিদের নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে। দেড় কোটি টাকার পান জব্দ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ রাজস্ব ফাঁকির অভিযোগে ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ১১ ট্রাক ভর্তি দেড় কোটি টাকার ৬৬ টন ভারতীয় পান জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থল বন্দর বাশকল চেকপোস্ট এলাকা থেকে পানগুলো জব্দ করা হয়। বিজিবি জানায়, রাজস্ব ফাঁকি দিয়ে ১১টি ট্রাকভর্তি পান ভোমরা স্থল বন্দরের ওপর দিয়ে রাজধানী ঢাকার দিকে নেয়া হচ্ছিল। ছয় জুয়াড়ির জেল স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ফুলবাড়ী উপজেলায় ৬ জুয়াড়ির জেল হয়েছে। শুক্রবার আটককৃত জুয়াড়িদের পৃথকভাবে বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্ত আসামিরা হলেন আমিনুল ইসলাম, হাসান আলী, আবদুুল গনি, এনামুল হক এবং আলমগীর হোসেনকে সাত দিন ও জামিলকে এক মাসের সাজা দেয়া হয়। সাধু সংগত নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ৮ এপ্রিল ॥ আল্লাহর দরগা চামনাই গ্রামের মুক্তিযোদ্ধা হাসেম ফকিরের বাড়িতে অনুষ্ঠিত হলো সাধু সংগত। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সাধু সংগত শুরু হয়। এবারের ২৯তম সংগত অনুষ্ঠানে ‘সত্য সু-পথ চিনতে আর অজানাকে জানতে’ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, গুরু ও লালন ভক্ত-অনুসারীরা যোগ দেয়। এতে ফকির লালন সাঁইয়ের বিভিন্ন জ্ঞানসমৃদ্ধ বাণী পরিবেশন করেন সাধুরা। কারেন জাল জব্দ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৮শ’ কেজি জাটকা আটক করেছে কোস্টগার্ড। ঢাকাগামী এমভি ধুলিয়া লঞ্চে শুক্রবার সকালে অভিযান চালিয়ে এই জাটকাগুলো জব্দ করা হয়। পাগলা কোস্টগার্ডের লে. কমান্ডার সায়ীদ এম কাসেদ জানান, ১০ ড্রামে ভর্তি করে এই জাটকাগুলো বাজারজাত করার জন্য ঢাকায় নেয়া হচ্ছিল। প্রাথমিক তথ্যমতে এই জাটকাগুলো দক্ষিণাঞ্চল থেকে তোলা হয়েছিল।
×