ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোলায় চোরের উপদ্রব

প্রকাশিত: ০৪:০১, ৯ এপ্রিল ২০১৬

ভোলায় চোরের উপদ্রব

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৮ এপ্রিল ॥ গজনবী স্টেডিয়াম এলাকায় হঠাৎ করে চোরের উপদ্রব বেড়ে গেছে। বৃহস্পতিবার রাতে স্টেডিয়ামের সামনের পোল্ট্রি ফিড ব্যবসায়ী হেলাল খানের ডিসকভার মোটরসাইকেল চোরেরা নিয়ে গেছে। একই রাতে ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের বাসাসহ কয়েকটি বাসায় হানা দেয় চোরেরা। এ ঘটনার কয়েক দিন আগে বাপ্তা বাসস্ট্যান্ড এলাকায় অন্তত ৮টি দোকানে হানা দিয়ে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটছে। স্থানীয়রা বলছে, ভোলা স্টেডিয়ামে বাণিজ্যমেলা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আসা বহিরাগত লোকজনের আনাগোনায় চুরির উপদ্রব শুরু হয়েছে। এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করায় চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিদ্যুত সংযোগ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়া উপজেলার ধলনগর গ্রামে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করেছেন মীর শওকাত আলী বাদশা এমপি। শুক্রবার সুবোধ চন্দ্র সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মোতাহার হোসেন, ইয়াহিয়া সিদ্দিকী, ওসি শমশের আলী, হাজরা ওবায়দুর রেজা সেলিম, নাজমা সরোয়ার, মুক্তিযোদ্ধা হাজরা দেলোয়ার হোসেন প্রমুখ। সীমান্তে গুজি তিল জব্দ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুর উপজেলার দইখাওয়ারচর সীমান্ত এলাকা থেকে ২৯০ কেজি ভারতীয় গুজি তিল জব্দ করেছে বিজিবি। শুক্রবার ভোরে ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দইখাওয়ারচর বিওপির টহল দলকে দেখো বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহল দল ২৯০ কেজি ভারতীয় গুজি তিল আটক করতে সক্ষম হয়। কুড়িগ্রাম ৪৫ বিজিবির পরিচালক জাকির হোসেন জানান, আটককৃত তিল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
×