ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাউন্সিলররা দ্বিধাবিভক্ত রাসিকের মেয়র পদ নিয়ে টানাটানি ॥ স্থবির কার্যক্রম

প্রকাশিত: ০৪:০১, ৯ এপ্রিল ২০১৬

কাউন্সিলররা দ্বিধাবিভক্ত রাসিকের মেয়র পদ নিয়ে টানাটানি ॥ স্থবির কার্যক্রম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র পদ নিয়ে নগর সংস্থায় দেখা দিয়েছে স্থবিরতা। উচ্চ আদালতের রায়ের পাশাপাশি নতুন প্যানেল মেয়র তৈরির ঘটনাকে কেন্দ্র করে এ স্থবিরতার সৃষ্টি। শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এতে কাউন্সিলররাও দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছেন। রাসিক নির্বাচনের দুই বছরের মাথায় গত বছরের ৭ মে নাশকতা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর ওই বছরের ৩১ মে ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযিমকে দায়িত্বপ্রাপ্ত মেয়ের হিসেবে দায়িত্ব দেয়া হয়। তবে ওই দিনই নগর বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম খোকা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। শুনানি শেষে গত ৩ মার্চ আদালত কাউন্সিলর নিযাম-উল আযিমকে রাসিকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ সংক্রান্ত মন্ত্রণালয়ের আদেশ অবৈধ ঘোষণা করে। ওই আদেশের বিরুদ্ধে কাউন্সিলর নিযাম-উল আযিম আপীল করলে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ গত ২৪ মার্চ তা খারিজ করে আগের রায় বহাল রাখেন। এ আদেশের আইনজীবীর সার্টিফিকেট কপি গত ৩০ মার্চ নগর সংস্থার কাছে এসে পৌঁছে। এ ঘটনার পরই বুলবুলপন্থী ও নিযামপন্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টি সামনে এসে যায়। এদিকে আগের প্যানেল মেয়রদের অব্যাহতি দিয়ে নতুন করে তিনজন প্যানেল মেয়র নির্বাচন এবং এর জন্য অনুষ্ঠিত হওয়া সাধারণ সভা অবৈধ দাবি করেছেন রাসিকের ২২ জন কাউন্সিলর। তারা এ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়েও লিখিত অভিযোগ পাঠিয়েছেন। মন্ত্রণালয়ের সচিব বরাবর এ অভিযোগকারীদের তালিকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত একাধিক কাউন্সিলরও রয়েছেন। তবে এসব বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাড়িতে বসে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন নিযামপন্থীরা। এদিকে গত ৩ এপ্রিল রাসিকের আগের তিন প্যানেল মেয়রকে অব্যাহতি দিয়ে নিযাম নিজেই প্রথম প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর সেটি নিয়ে আরও ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন পরিষদের সাধারণ সভায় কাউন্সিলরদের উপস্থিতি নিয়ে বিভ্রান্তি করা হচ্ছে বলে রাসিকের এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাসিকের সাধারণ সভায় ২৩ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে নিযাম-উল-আযিমকে প্যানেল মেয়র-১ মনোনীত করা হয়। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযিম বলেন, তারা বৈধভাবেই প্যালেন মেয়র নির্বাচন করেছেন। এ নিয়ে একটি পক্ষ বিএনপি নেতাদের যোগসাজশে অপপ্রচার চালাচ্ছে বলে জানান তিনি। ঝড়ে উড়ে গেছে স্কুলের চাল ॥ রোদে ক্লাস স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয় ১৪৯নং এবি বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ভবনটি। বৃহস্পতিবার শিক্ষার্থীরা স্কুলে গেলে বিধ্বস্ত ভবনের ফাঁকা স্থানেই বসিয়ে পাঠদান করা হয়। চৈত্রের প্রচ- তাপে ফাঁকা মাঠে ক্লাস নেয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ওই বিদ্যালয়ের ১২০ ছাত্রছাত্রী ও শিক্ষকরা। খবর শুনে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার মামুনুর রহমান বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। প্রধান শিক্ষক দিলরুবা খানম বলেন, ম্যানেজিং কমিটির সদস্য ও উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেয়া হবে। নড়াইলে নির্বাচনী সংঘর্ষে নিহত এক নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৮ এপ্রিল ॥ নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ কর্মী শেখ শহীদ আলী নিহত হয়েছেন। তার বাড়ি চরজয়নগর। এতে ১৫ জন আহত হয়েছে। এ সময় ৪টি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে। শুক্রবার সকালে নড়াগাতি থানার জয়নগর গ্রামে দুই দফা এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, জয়নগর গ্রামের বর্তমান মেম্বার বকুল হোসেন ও প্রতিপক্ষ আনসার আলী গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য ও নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুলিশ পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ চলে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। দুই দফা চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। এ সময় ৪টি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে। সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ টিভি চ্যানেল ২৪ খুলনা অফিসের ক্যামেরাম্যান খায়রুল আলমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব সংলগ্ন সড়কে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। খুলনা টিভি ক্যামেরা জার্নানিস্ট এ্যাসোসিয়েশন এই মানববন্ধনের আয়োজন করে। খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নিয়ামুল হোসেন কচির সভাপতিত্বে ও কেইউজে’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক এস এম হাবিব প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গত ৬ এপ্রিল সাংবাদিক খায়রুলের ওপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। নেপালের কৃষিমন্ত্রীর বারি পরিদর্শন নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৮ এপ্রিল ॥ নেপালের কৃষিমন্ত্রী হরিবল প্রসাদ গুজরাল শুক্রবার বিকেলে গাজীপুরস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি বারির কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন। নেপালের কৃষিমন্ত্রী শুক্রবার বিকেলে গাজীপুরস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনে আসেন। এ সময় তাকে বারির মহাপরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম ম-ল শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে তাকে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে বারির কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য সম্পর্কে তুলে ধরে অবহিত করা হয়। এ সময় বাংলাদেশ ও নেপালের কৃষি বিষয়ক গবেষণা কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করা হয়। পরিদর্শনকালে ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। নেপালের মন্ত্রী এরপর বারির কীটতত্ত্ব গবেষণাগার, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফুল গবেষণা মাঠ, ফল বাগান, হাইড্রোপনিক গবেষণাগার, জীব প্রযুক্তি গবেষণা মাঠ পরিদর্শন করেন। তিনি উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল গবেষণা মাঠে একটি ‘বারি আম-১১’ ফলের চারা রোপণ করেন। ‘ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে সুশাসন নিশ্চিত হবে’ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে শুক্রবার দুপুরে তিনি দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৬-এর সমাপনী অনুষ্ঠান ও উদ্ভাবনী উৎসব’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে সুশাসন নিশ্চিত হবে। এতে করে জনগণের ভোগান্তি কমে আসবে এবং তারা সেবা গ্রহণে আগ্রহী হবে। একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহায়তায় খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত এ ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও তরুণ উদ্ভাবকদের মোট ৪২টি স্টল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে খুলনা বিভাগের ৫৪ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে ইনোভেশন পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগী কমিশনার মোঃ আবদুস সামাদ। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মঈন উদ্দিন, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিম এবং এটুআই প্রকল্পের পলিসি এ্যাডভাইজার আনিসুর রহমান। অতীতের মতোই ভারত সহযোগিতা দিতে চায় ॥ অভিজিত নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ এপ্রিল ॥ ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিত চট্টোপাধ্যায় বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশ অনেক ক্ষেত্রেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। উন্নয়নের অনেক সূচকেই বাংলাদেশ এখন অনেক দেশের চাইতে এগিয়ে গেছে। ভারতকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের মুাক্তিযুদ্ধে ভারত যেভাবে সহযোগিতা করেছে, উন্নয়নের ক্ষেত্রে আগামীতেও ঠিক সেভাবেই সহযোগিতা করতে চায় ভারত। শুক্রবার দুপুরে নওগাঁর মহাদেবপুর ডাকবাংলো হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত তাঁকে দেয়া সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। মহাদেবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এস এম মহসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন অভিজিত চট্টোপাধ্যায়ের সহধর্মিনী পত্রলেখা চট্টোপাধ্যায়, সাবেক এমপি ওহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এ কে এম তাজকির উজ জামান ও প্রবীণ মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন। দুই কৃষকের তিন ঘর ছাই নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৮ এপ্রিল ॥ মধুখালী উপজেলা সদরের মেছেরদিয়া এলাকায় শুক্রবার বেলা ১১টার দিকে অগ্নিকা-ে কৃষক মজিবর শেখ ও লোকমান শেখের টিনের দুটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা ছুটে এসে আগুন নিভিয়েছে। ধারণা করা হয়েছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। মধুখালী পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হান্নান মোল্লা জানান, আগুনে ওই দুটি পরিবারের তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গলাকাটা লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৮ এপ্রিল ॥ ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রাম থেকে দুলাল হোসেন নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলাল হোসেন একই গ্রামের মোত্তালেব হোসেনের ছেলে। শুক্রবার দুুপুরে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে দুলাল হোসেন তার শোবার ঘরে ঢোকে। কিছু পর জুমার নামাজ পড়তে যাবে কিনা- তা খোঁজ নিতে তার মা ছেলের ঘরে ঢুকে দুলালের গলাকাটা লাশ দেখতে পান। ঘটনাস্থলে একটি ধারালো ক্ষুর পাওয়া গেছে। এ সময় ঘরে কেউ ছিল না। দুলালের মার দাবি তার ছেলে আত্মহত্যা করেছে। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে নিজস্ব সংবাদদাতা গাজীপুর থেকে জানান, শ্রীপুরে মানসিক বিকারগ্রস্ত এক কিশোরীর ঝুলন্ত লাশ শুক্রবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। তার নাম সনিয়া (২২)। সে পটুয়াখালী জেলার বাউফল থানার চাঁদকাঠি গ্রামের আব্দুস সালামের মেয়ে। জানা গেছে, শ্রীপুর উপজেলার শৈলাট এলাকার আহাম্মদ আলীর বাড়িতে স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে ভাড়া থাকে স্থানীয় টি-ম্যাক্স জুট মিলের কর্মী আব্দুস সালাম। শুক্রবার সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সালামের মেয়ে সনিয়ার ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন। খবর পেয়ে শ্রীপুর মডেল থানার পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
×