ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য ইতির জীবনের ইতি

প্রকাশিত: ০৩:৫৯, ৯ এপ্রিল ২০১৬

যৌতুকের জন্য ইতির জীবনের ইতি

সংবাদদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ৮ এপ্রিল ॥ রায়পুর উপজেলার দক্ষিণ চরমোহনা গ্রামে যৌতুকের এক লাখ টাকা না পেয়ে স্ত্রী সুমনা আক্তার ইতিকে (১৯) হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুঁলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। সাড়ে তিন বছর আগে স্কুলছাত্রী ইতিকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করেছিল ইব্রাহিম খলিল। হত্যার ঘটনায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার চেয়ে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে নিহতের পরিবার। লিখিত বক্তব্যে নিহতের মা সোনাপুরের চরবগা গ্রামের বিধবা জাহানারা বেগম বলেন, যৌতুক না পেয়ে আমার মেয়ে ইতিকে ২ এপ্রিল স্বামী ইব্রাহিম খলিল, শ্বশুর নূরনবী দুলাল, শাশুড়ি তাছলিমা খাতুন রেখাসহ পরিবারে সদস্যরা মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঘটনার সময় তার বাঁ হাত ভাঙ্গা এবং পা’সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। কিন্তু গলায় কোন দাগ ছিল নাÑ লোকজন তা প্রত্যক্ষ করেছে। সংবাদ সম্মেলনে নিহতের ভগ্নিপতি কামাল হোসেন উপস্থিত ছিলেন।
×