ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ইটভাঁটি আতঙ্কে আম চাষীরা

প্রকাশিত: ০৩:৫৮, ৯ এপ্রিল ২০১৬

রাজশাহীতে ইটভাঁটি আতঙ্কে আম চাষীরা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ইটভাঁটির কালো ধোঁয়ায় বিবর্ণ হয়ে যাচ্ছে গাছের আম। আমের গায়ে প্রলেপ পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আকার ও রং। এমনিতে ‘আমের রাজ্য’খ্যাত রাজশাহী অঞ্চলের গাছের আম নিয়ে বিভিন্ন কারণে হতাশায় রয়েছে চাষীরা। ঝড়-বৃষ্টিসহ নানা প্রতিকূলতা আর পোকার আক্রমণে আমের উৎপাদন নিয়ে শঙ্কা রয়েছে। এর মধ্যে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ইটভাঁটির ধোঁয়ায় নষ্ট হচ্ছে গাছের আম। গাছে গাছে আমের গুটি বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ইটভাঁটির কালো ধোঁয়ায় দাগ পড়ে নষ্ট হচ্ছে আমের রং ও আকার। ইটভাঁটিসংলগ্ন সব বাগানের গাছেই বিবর্ণ হচ্ছে আম। এতে আম চাষীরা দুশ্চিন্তায় রয়েছেন। রাজশাহীর আশপাশের উপজেলাগুলোতে ছড়িয়ে আছে শতাধিক ইটভাঁটি। আর এ কারণে আশপাশের আমের বাগানগুলোতে হচ্ছে ক্ষতি।নির্গত কালো ও বিষাক্ত ধোঁয়ায় কার্বন মনোঅক্সাইডের প্রভাবে ভাঁটিসংলগ্ন বাগানগুলোর আমের গুটিতে দাগ পড়তে শুরু করেছে। এ আম কিছুটা বড় হলেই ধরবে পচন।
×