ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অবাধে বালু উত্তোলন ॥ হুমকিতে সেতু ও মহাসড়ক

প্রকাশিত: ০৩:৫৮, ৯ এপ্রিল ২০১৬

অবাধে বালু উত্তোলন ॥ হুমকিতে সেতু ও মহাসড়ক

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ রংপুরের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সেতুসংলগ্ন নদী ও খালবিল থেকে অবৈধভাবে বালু ও মাটি তোলার যেন উৎসব চলছে এখন। এলাকাবাসীর আপত্তির মুখেও কয়েকটি প্রভাবশালী চক্র তাদের ভয়ভীতি দেখিয়ে প্রতিদিন অন্তত তিন থেকে চার শ’ ট্রাক মাটি তুলে নিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে অন্যদিকে হুমকির মুখে পড়ছে সড়ক ও সেতু ছাড়াও জনবসতিপূর্ণ এলাকাগুলো। জেলা প্রশাসন বলছে, ইতোপূর্বে কয়েকবার ব্যবস্থা নেয়া হয়েছে কিন্তু তারপরও কাজ হয়নি। শুষ্ক মৌসুম এলেই এ উৎসবে মেতে ওঠে বেশ কয়েকটি চক্র। রংপুরের ঘাঘট নদীর হাজীরহাট ও জাফরগঞ্জ, দমদমা, নিসবেতগঞ্জসহ বেশ কয়েকটি পয়েন্টে শ্যালো মেশিন লাগিয়ে নদীর তলদেশ থেকে অবৈধভাবে তুলে আনা হচ্ছে এই মাটি ও বালু। আর এসবের অধিকাংশই বিক্রি করা হচ্ছে হাজীরহাট এলাকায় নির্মিতব্য সরকারী কর্মকর্তাদের আবাসন প্রকল্পে। শ্যালো দিয়ে এই বালু এবং মাটি তোলার কারণে পার্শ্ববর্তী রংপুর-দিনাজপুর মহাসড়কের ওপর জাফরগঞ্জ এলাকার দুটি, নিসবেতগঞ্জের একটি ও দমদমা ব্রিজসহ বেশ কয়েকটি ব্রিজ ও সড়কের তলদেশ মাটি ও বালুশূন্য হয়ে পড়ায় যে কোন সময় এসব সেতু ভেঙ্গে পড়ার সম্ভাবনা ছাড়াও বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার বালুমাটি না তোলার নির্দেশসংবলিত বোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের কতিপয় কর্মকর্তা-কর্মচারী এবং বালুদস্যুদের যোগসাজশেই তোলা হচ্ছে এই বালুমাটি। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. এটিএম মাহবুব উল করীম জানান, এর আগে বহুবার এই বালু উত্তোলনকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং বালু না তোলার জন্য সেখানে বোর্ড টাঙানো হয়েছে। তারপরও যেহেতু করছে তারা অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
×