ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনায় সুচিত্রা সেনের জন্মোৎসব

প্রকাশিত: ০৩:৩৫, ৯ এপ্রিল ২০১৬

পাবনায় সুচিত্রা সেনের জন্মোৎসব

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৮৫তম জন্মোৎসব বুধবার শুরু হয়েছে। সুচিত্রা সেনের জন্মবার্ষিকী পালন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পাবনা জেলা প্রশাসন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব, সেমিনার, আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সুচিত্রা সেনের গোপালপুর হেমসাগর লেনের পৈত্রিক বাড়িতে বুধবার সকালে কেক কেটে জন্মদিনের সূচনা করা হয়। পাবনা-৫ আসনে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স কেক কেটে জন্মদিনের শুভ সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেখা রানী বালো, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ রাম দুলাল ভৌমিক প্রমুখ। এরপর সেখান থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পাবনার মেয়ে সুচিত্রা সেনের স্মৃতিকে ধরে রাখতে ২০০৪ সাল থেকে স্মৃতি সংরক্ষণ পরিষদ প্রতিবছর চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। এবারের উৎসবে প্রতিদিন দুপুরে জেলা পরিষদের রশিদ হলে স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনারের আয়োজন করা হচ্ছে। বিকেলে রফিকুল ইসলাম বকুর মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
×