ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেঙ্গলের বৈশাখী উৎসব শুরু

প্রকাশিত: ০৩:৩৫, ৯ এপ্রিল ২০১৬

বেঙ্গলের বৈশাখী উৎসব শুরু

স্টাফ রিপোর্টার ॥ ‘চিত্ত জাগুক গানে গীতে কাব্যে কথায়’ প্রতিপাদ্যে নববর্ষ আহ্বানে বৈশাখী উৎসবের আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। ধানম-ির বেঙ্গল শিল্পালয়ে আজ শনিবার সকাল থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী এ উৎসব। আয়োজন সূত্রে জানা যায়, প্রথম দিন আজ সকাল সাড়ে দশটায় থাকছে শিশুদের জন্য আয়োজন। সমবেত গান, আবৃত্তি ও নাচে অংশ নেবে গীতবিতান বাংলাদেশ, সিলেট ও মেপ্ল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুতুল নাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের পরিবেশনায় থাকবে পাপেট শো। দ্বিতীয় অধিবেশন সন্ধ্যা ৭টায় থাকবে নজরুল সঙ্গীত। ইকবাল বাহার চৌধুরীর সঞ্চালনায় নজরুল সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী চম্পা বণিক, শহিদ কবির পলাশ, লতিফুন জুলিও, বিজন চন্দ্র মিস্ত্রি, মোহাম্মদ শোয়েব, শারমিন সাথী ইসলাম, নাসিমা শাহীন, ইয়াকুব আলী খান ও খায়রুল আনাম শাকিল। আগামীকাল রবিবার সন্ধ্যা ৭টায় থাকবে রবীন্দ্রসঙ্গীতের আসর। হাসান আরিফের সঞ্চালনায় এতে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী সেমন্তী মঞ্জরী, ফারহিন নুসরাত জয়িতা, সৈকত মজুমদার, নির্ঝর চৌধুরী, অদিতি মহসিন, লাইসা আহমদ লিসা, বুলবুল ইসলাম, শামা রহমান, ফাহিম হোসেন চৌধুরী, মহিউজ্জামান চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা। তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় থাকবে তিন কবি ও রাগাশ্রয়ী সঙ্গীত। অনুষ্ঠান সঞ্চালনা করবেন লুভা নাহিদ চৌধুরী। সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী ফারহানা রহমান কান্তা, অলোক কুমার সেন, মাহমুদুল হাসান, অনিন্দিতা চৌধুরী, ঝুমা খন্দকার, তানভীর আলম সজীব, সুবীর নন্দী ও ইফ্ফাত আরা দেওয়ান। চতুর্থ দিন সন্ধ্যা ৭টায় লোকসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী লাবিক কামাল গৌরব, ভজন বাউল, সিদ্দিকুর রহমান, হালিমা পারভীন, বিমান চন্দ্র বিশ্বাস, চন্দনা মজুমদার ও কিরণ চন্দ্র রায়। শেষ দিন থাকবে উচ্চাঙ্গসঙ্গীত সন্ধ্যা। খেয়াল পরিবেশন করবেন শিল্পী প্রিয়াংকা গোপ, বর্ষা মজুমদার ও প্রিয়াংকা দাশ। ধ্রুপদ পরিবেশন করবেন রাজিয়া সুলতানা। সেতার পরিবেশন করবেন এবাদুল হক সৈকত, মোহনবীণা দোলন কানুনগো।
×