ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সামিনা নাফিজের চিত্রপটে বৈচিত্র্য ‘বৈশাখ এবং দেশজ শিল্পের পুনর্বয়ন’

প্রকাশিত: ০৩:৩৩, ৯ এপ্রিল ২০১৬

সামিনা নাফিজের চিত্রপটে বৈচিত্র্য  ‘বৈশাখ এবং দেশজ  শিল্পের পুনর্বয়ন’

স্টাফ রিপোর্টার ॥ চৈত্রের খরতাপ মেখে শেষ পথটুকু পাড়ি দিচ্ছে বাংলা বছর ১৪২২ বঙ্গাব্দ। দরজায় কড়া নাড়ছে নতুন বছর ১৪২৩ বঙ্গাব্দ। ইতোমধ্যে শহরে নগরে ছড়িয়েছে নববর্ষের ছোঁয়া। বর্ষবরণের সেই বর্ণিলতায় শিল্পীর রং-তুলির আঁচড়েও উদ্ভাসিত হয়েছে। নববর্ষের নানা অনুষঙ্গকে ধারণ করে তেমনই কিছু ছবি এঁকেছেন চিত্রশিল্পী সামিনা নাফিজ। সেসব চিত্রকর্ম নিয়ে ধানম-ির আলিয়ঁস ফ্রঁসেজের জুম গ্যালারিতে শুরু হচ্ছে শিল্পীর প্রথম একক প্রদর্শনী। ১২ এপ্রিল সন্ধ্যায় সূচনা হওয়া এ প্রদর্শনীর শিরোনাম ‘বৈশাখ এবং দেশজ শিল্পের পুনর্বয়ন’। লোকশিল্পের সঙ্গে এই শিল্পীর রয়েছে দীর্ঘদিনের সংযোগ। সেই সূত্রে চিত্রপটে উদ্ভাসিত হয়েছে রঙ্গিন পাখা, শোলার বাঘ, পাখি, ফুল, মাটির পুতুল, শখের হাঁড়িসহ বাংলার লোককলার রকমারি সব বিষয়। কোলাজ পদ্ধতিতেও সৃজিত হয়েছে তার চিত্রকর্ম। নিজের ছবিকে সামিনা অসংলগ্নতাবাদ বলে আখ্যায়িত করেছেন। এই শিল্পী জনকণ্ঠকে বলেন, একই সঙ্গে একটা দুরন্ত বেগ ও ছিন্নভিন্ন অবস্থাকে সংহত করে প্রকাশ করার চেষ্টা করেছি। তৈরি করতে চেয়েছি একটা নতুন বর্ণ ও রূপের আবেশ। শিল্প সৃজনে আশ্রয় নিয়েছি দেশজ শিল্পভাষার। সেই ধারায় উজ্বল বর্ণের সঙ্গে যুক্ত করেছি অলঙ্কারধর্মিতা। প্রদর্শনীতে ঠাঁই পাবে ২৩টি চিত্র। এর মধ্যে ২১টি তেলরং মাধ্যমে এবং ২টি চিত্র মিশ্র মাধ্যমে আঁকা হয়েছে। ১২ এপ্রিল থেকে শুরু প্রদর্শনী শেষ হবে ২৫ এপ্রিল। সোম থেকে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনা খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।
×