ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধের চেতনায় স্বকীয় সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাব ॥ তৌফিক হাসান ময়না

প্রকাশিত: ০৩:৩৩, ৯ এপ্রিল ২০১৬

মুক্তিযুদ্ধের চেতনায় স্বকীয় সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাব ॥ তৌফিক হাসান ময়না

সাজু আহমেদ ॥ বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন তথা নাট্যো আন্দোলনের অন্যতম পুরাধা ব্যক্তিত্ব, উত্তর বঙ্গের কৃতি সন্তান তৌফিক হাসান ময়না বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব নির্বাচিত হয়েছেন। সম্প্রতি শিল্পকলা একাডেমিতে আয়োজিত দুইদিনের জাতীয় সম্মেলন ও জাতীয় কাউন্সিলে তাকে বাংলাদেশ গ্রাম থিয়েটারের মহাসচিব নির্বাচিত করা হয়। বাংলাদেশের নাট্য আন্দোলন তথা গ্রাম থিয়েটার আন্দোলনের অন্যতম পথিকৃত ময়না এবার জাতীয় পর্যায়ে নেতৃত্ব পেয়েছেন। তার এ দায়িত্বপ্রাপ্তির ফলে বগুড়া তো বটেই বাংলাদেশের গ্রাম থিয়েটার আন্দোলন তথা নাট্য আন্দোলন অনেকটাই বেগবান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে আশাবাদী ময়না মহাসচিব নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় জনকন্ঠকে বলেন, নাট্যাচার্য সেলিম আল দীনের আশীর্বাদ ধন্য আর বাংলা নাটকের সুবর্ণ নাট্যপুরুষ নাসির উদ্দীন ইউসুফের গড়া সংগঠনের মহাসচিব নির্বাচিত করায় আমি গ্রাম থিয়েটারের সকল নাট্যজন, সকল রাজনৈতিক আর সামাজিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাই। সংগঠনের নিবেদিত কর্মীদের সহযোগিতায় আমি দায়িত্বে এসেছি, তাদের সকলের সহযোগিতা নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনায় আরও বেগবান স্বকীয় সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাব। তৌফিক হাসান ময়না আরও বলেন, বাংলাদেশের নিজস্ব নাট্য আঙ্গিক তৈরির লক্ষ্যে গ্রাম থিয়েটার কাজ করে যাচ্ছে। আমার ভবিষ্যত পরিকল্পনা হচ্ছে সংগঠনের নেতাদের সহযোগিতায় সারাদেশের গ্রাম থিয়েটার আন্দোলনের গতি বাড়াতে কাজ করব। পাশাপাশি বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের লোক কাহিনী, বিরোচিত ইতিহাস নিয়ে নাটক রচনা করা এবং হাজার বছরের ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি আর অনবরত সংগ্রামমুখর এই জনজীবনের বিচিত্র জীবন ভাষ্য নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করা। মহাসচিব নির্বাচিত করায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ বাংলাদেশ গ্রাম থিয়েটারের সকল সংগঠক ও নাট্যযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান তৌফিক হাসান ময়না। উত্তরবঙ্গের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ময়না একাধারে নাট্য সংগঠক, নাট্যকার এবং নাট্য নির্দেশক। তিনি বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক। ১৯৮০ সালে বগুড়া থিয়েটার প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে নন্দিত হয়েছেন। বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং গ্রাম থিয়েটার আন্দোলনের উদ্যোমী নেতা হিসেবে সুখ্যাতি রয়েছে তার। বৃহত্তর রাজশাহী অঞ্চলের গ্রাম থিয়েটার আন্দোলন এবং দেশব্যাপী নাট্য আন্দোলনে তৌফিক হাসান ময়নার ভূমিকা অপরিসীম। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য হিসেবে একাধিকবার নির্বাচিত হয়েছেন ময়না। তার হাতে তৈরি অসংখ্য সাংস্কৃতিক কর্মী বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে কাজ করছেন। বগুড়া থিয়েটারের হয়ে ময়না অসংখ্য নাটক রচনা করেছেন ও নির্দেশনা দিয়ে প্রশংসিত হয়েছেন। দীর্ঘ সাংস্কৃতিক ক্যারিয়ারে এ পর্যন্ত তিনি ২৫টি পথ নাটক এবং ৩০টি মঞ্চনাটক মিলে মোট ৫৫টি নাটকের নির্দেশনা দিয়েছেন। নিজেও অভিনয় করেছেন ৩৮টি নাটকে। তার রচিত ও নির্দেশিত নাটকগুলো দর্শকনন্দিত হয়েছে। এর মধ্যে বেশ কয়টি নাটক বই আকারে বেরিয়েছে।বিটিভিসহ বেশ কয়েকটি চ্যানেলে তার রচিত নাটক প্রচার ও প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক সময়ে এটিএন বাংলার জন্য নির্মিত হচ্ছে ময়না রচিত ধারাবাহিক নাটক ‘সোনভান’। নাটকটি মঞ্চে বহুল প্রশংসিত হয়েছে।বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কার ও অনেক সম্মাননা পেয়েছেন ময়না। এর মধ্যে রয়েছে ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটার সম্মাননা, মহাকাল নাট্য সম্প্রদায় সম্মাননা, বগুড়া লেখকচক্র সম্মাননা, সংলাপ থিয়েটার পদক, অমলেন্দু বিশ্বাস থিয়েটার সংগঠক পদক, প্রাকৃতজন নাট্য সম্মাননা, ঢাকাস্থ বগুড়া সাংস্কৃতিক ফোরাম সম্মাননা, বাংলাদেশ পিপলস থিয়েটার এ্যাসোসিয়েশনের শ্রেষ্ঠ শিশু নাট্য নির্দেশক সম্মাননা, নান্দনিক নাট্যদল পদক, দিনাজপুরের রেনু পদক, গাইবান্ধার তুলসি লাহিড়ী পদক, অনুশীলন’ ৯৫ চর্চা একাডেমি পদকসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। এদিকে গ্রাম থিয়েটারের মহাসচিব নির্বাচিত হওয়ায় বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের পক্ষ থেকে নাট্যজন তৌফিক হাসান ময়নাকে সংবর্ধনা দেয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি বগুড়ার টিটু মিলনায়তনে এক আয়োজনে তার হাতে ক্রেস্ট তুলে দেন বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সহসভাপতি বজলুর রশিদ রাজা। বক্তব্য রাখেন এ্যাডভোকেট পলাশ খন্দকার, আব্দুল হান্নান, আতিকুর রহমান মিঠু, আবু সাঈদ সিদ্দিকী, কবির রহমান, ফারুক হোসেন, আমজাদ হোসেন সোভন, তপন পাটোয়ারী। এদিকে ময়নাকে অভিনন্দন জানিয়েছে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সহসভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, আতিকুর রহমান মিঠু, মতিয়ার রহমান, আছাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহসাধারণ সম্পাদক আলমগীর কবির, গৌতম দাস, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক রাকিব জুয়েল, দপ্তর সম্পাদক শুভ ইসলাম, প্রচার সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য শাহনাজ পারভিন শিরি, আসাদুর রহমান খোকন, প্রণব সান্যাল, আব্দুল আউয়াল, হাকীম মজিদ মিয়া, বগুড়া অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছরিন আক্তার পপি, বগুড়া রোড থিয়েটারের সাধারণ সম্পাদক মাহাবুব টুটুল, বগুড়া পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদক জয়ন্ত দেব, বিহঙ্গ আবৃত্তি পরিষদের সদস্য সচিব ফজলে রাব্বী, গীতিচর্চা সঙ্গীতালয় সভাপতি তাপসী দে, জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক নিখিল নওশাদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
×