ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তেলেঙ্গানা ও অন্ধ্রে সানস্ট্রোকে ১১০ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩:৩২, ৯ এপ্রিল ২০১৬

তেলেঙ্গানা ও অন্ধ্রে সানস্ট্রোকে ১১০ জনের মৃত্যু

ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে সানস্ট্রোকে ১শ’ ১০ জনের বেশি লোক মারা গেছে। এদের অধিকাংশই গত সপ্তাহে মারা গেছে। রাজ্য দুটিতে তীব্র তাপদাহ চলছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর বাসস’র। চলমান এই বৈরি আবহাওয়ায় তেলেঙ্গানায় ৬৫ জন এবং পাশের অন্ধ্রপ্রদেশে প্রচ- গরমে ৪৫ জনের মৃত্যু হয়েছে। তেলেঙ্গানা দুর্যোগ ব্যবস্থাপনা কমিশন জানিয়েছে, রাজ্যের বেশ কয়েকটি স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছে। প্রদেশের বিভিন্ন স্থান থেকে প্রচ- গরমের কারণে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কমিশন আরও জানায়, মৃতদের প্রায় অর্ধেক সবচেয়ে বেশি খরাকবলিত এলাকা মাহাবুবনগরের বাসিন্দা। হানামকোন্দায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, নালগোন্দায় ৪১ ডিগ্রী ও রামাগুন্ডেমে ৪০.৬ ডিগ্রী সেলসিয়াস।
×