ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেলিগেটসমৃদ্ধ নিউইয়র্কে চ্যালেঞ্জের মুখোমুখি ১৯ এপ্রিল

হিলারি-স্যান্ডারস বাগযুদ্ধ

প্রকাশিত: ০৩:২৯, ৯ এপ্রিল ২০১৬

হিলারি-স্যান্ডারস বাগযুদ্ধ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমেক্রেটিক পার্টির মনোনয়নের লড়াই কলহের রূপ নিয়েছে। দু’প্রার্থী হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডারসের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। হিলারি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন স্যান্ডারসের এ দাবিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। ডেমোক্রেটদের মনোনয়ন প্রক্রিয়া ক্রমশ বিরোধপূর্ণ রূপ নেয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে নবেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ডেমোক্রেটিক পার্টির সামর্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। খবর বিবিসি ও ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমসের। ডারমন্টের সিনেটর স্যান্ডারস তার মন্তব্যে অবিচল থাকেন। তিনি এ প্রসঙ্গে ওয়াল স্ট্রিটের সঙ্গে হিলারির সম্পর্ক এবং ইরাক যুদ্ধের পক্ষে তার ভোট দেয়ার ঘটনা উল্লেখ করেন। স্যান্ডারস বলেন, হিলারিই প্রথমে তাকে আক্রমণ করে সর্বশেষ বাগ্্যুদ্ধের সূচনা করেন। দু’প্রার্থী দু’সপ্তাহের মধ্যে নিউইয়র্কে দলীয় প্রাইমারি ভোটের জন্য লড়াইয়ে লিপ্ত হবেন। এ অঙ্গরাজ্যের সঙ্গে উভয়েরই শক্তিশালী সম্পর্ক রয়েছে। নিউইয়র্ক স্যান্ডারসের জন্মস্থান, আর হিলারি একে নিজেরই অঙ্গরাজ্য বলে গ্রহণ করেছেন। নিউইয়র্কের প্রাইমারি ভোট খুবই গুরুত্বপূর্ণ। কারণ সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্বঘোষিত গণতান্ত্রিক সমাজতন্ত্রীর অগ্রযাত্রা রোধ করার চেষ্টা করছেন। স্যান্ডারস ইতোপূর্বে পরপর কয়েকটি প্রাইমারিতে জয় পান। তিনি গত সাতটি প্রাইমারির মধ্যে ছয়টিতে জয়ী হন এবং শনিবার ওয়াইওমিংয়েও বেশিসংখ্যক ডেলিগেট পেতে পারেন। কিন্তু তিনি ডেলিগেট সমৃদ্ধ নিউইয়র্কে ১৯ এপ্রিল কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। স্যান্ডারস প্রেসিডেন্ট হওয়ার যোগ্য কিনা হিলারিকে এক সাক্ষাতকারে এ প্রশ্ন করা হলে সর্বশেষ বিরোধের সৃষ্টি হয়। এর আগে এক পত্রিকার সঙ্গে সাক্ষাতকারকালে স্যান্ডারস কোন কোন প্রশ্নের জবাব দিতে সমস্যায় পড়েন বলে মনে হয়। হিলারি এমএসএনবিসির মর্নিং জোকে বলেন, আমার মনে হয়, তিনি আর হোমওয়ার্ক করেননি এবং তিনি স্পষ্টতই এমন সব কাজের বিষয়ে পড়াশোনা বা অনুধাবন করেননি, যেসব কাজ করার বিষয়ে তিনি এক বছরেরও বেশি সময় ধরে কথা বলে এসেছেন। বুধবার রাতে স্যান্ডারস টেম্পল ইউনিভার্সিটিতে সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি অযোগ্য বলে হিলারি অভিযোগ করেছেন। তিনি বলেন, বেশ আমাকে পররাষ্ট্রমন্ত্রী হিলারির কথার জবাব দিতে দিন। যদি তিনি বিশেষ স্বার্থকামীদের কাছ থেকে কোটি কোটি ডলার তার সুপার প্যাকের (তহবিল সংগ্রহ কমিটি) মাধ্যমে গ্রহণ করতে থাকেন, তবে তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য বলে আমি মনে করি না। তিনি বলেন, আপনি যদি আপনাদের সুপার প্যাকের মাধ্যমে ওয়াল স্ট্রিটের কাছ থেকে ১ কোটি ৫০ লাখ ডলার নেন, তা হলে আপনি যোগ্য বলে আমি মনে করি না। স্যান্ডারস হিলারির অযোগ্যতার অন্যান্য কারণ হিসেবে ইরাক যুদ্ধ ও বাণিজ্য চুক্তির প্রতি তার সমর্থনের কথা উল্লেখ করেন। বৃহস্পতিবার তিনি তার মন্তব্য পুনর্ব্যক্ত করেন। হিলারির প্রচার শিবির পাল্টা আঘাত আনে। শিবিরের মুখপাত্র ব্রায়ান ফ্যালন টুইটারে বলেন, বার্নি স্যান্ডারস যোগ্য নন একথা হিলারি বলেননি। কিন্তু স্যান্ডারস অবিশ্বাস্যভাবেই এখন হিলারির বিষয়ে একথা বলছেন। এটি নিম্নরুচির নতুন পরিচয়। হিলারির অন্যতম সিনিয়র সহকারী ক্লিস্টিনা রিনোল্ডস বলেন, এটি ছিল সর্বকালের মধ্যে অন্যতম যোগ্য প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কারও এক হাস্যকর ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। স্যান্ডারস হাজার হাজার লোকের সামনে তার অগ্রযাত্রার কথা তুলে ধরেন। কিন্তু তার সহকারীর এক কঠিন গাণিতিক বাস্তবতার কথা স্বীকার করেন : তাকে নিউইয়র্কে অবশ্যই হিলারির সমসংখ্যক ডেলিগেট পেতে হবে। স্যান্ডারসের চেয়ে হিলারির হাতে প্রায় ২৫০ জন প্রতিশ্রুতিবদ্ধ বেশি ডেলিগেট রয়েছেন। যে মানচিত্র স্যান্ডারসের অনুকূল বলে দেখা গিয়েছিল, তা নিউইয়র্ক এবং পরে ২৬ এপ্রিল পেনসিলভেনিয়াতে প্রাইমারি ভোট হওয়ার পর বদলে হিলারির অনুকূলে চলে যাবে।
×