ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুর প্রকল্প এলাকায় বিশেষজ্ঞ দলের দিনভর সভা

প্রকাশিত: ০৮:৪৭, ৮ এপ্রিল ২০১৬

পদ্মা সেতুর প্রকল্প এলাকায় বিশেষজ্ঞ দলের দিনভর সভা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর প্যানেল অব এক্সপার্ট এখন প্রকল্প এলাকায়। বৃহস্পতিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শনের পর দিনভর সভা করেছে এই বিশেষঞ্জ দল। দেশের সর্ববৃহৎ প্রকল্পটির নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে এতে। যার সমধান দেয়া হবে এই সভা থেকেই। আজ শুক্রবার সকালে আবার পরিদর্শন করে সভায় বসবে প্যানেল। শনিবারও পরিদর্শন ও সভা চলবে। প্যানেল অব এক্সপার্ট’র চেয়ারম্যান ড. জামিলুর রেজা চৌধুরী এতে নেতৃত্ব দিচ্ছেন। এই প্যানেলে কলম্বিয়ার একজন, যুক্তরাষ্ট্রের একজন, জাপানের দু’জন এং ডেনমার্কের একজনসহ মোট পাঁচজন বিদেশী বিশেষঞ্জ রয়েছেন। ১১ সদস্যবিশিষ্ট এই প্যানেলে বাংলাদেশের রয়েছেন ছয় জন। তবে লিগ্যাল এ্যাডভাইজারের এই সভায় প্রয়োজন হচ্ছে না। তাই প্রয়োজনীয় পুরো ১০ জনের প্যানেলই অংশ নিচ্ছে। সভা চলছে জাজিরার সার্ভিস এরিয়া-৩ মিলনায়তনে। বিশেষঞ্জ প্যানেলকে সার্বিকভাবে সহায়তা করছেন পদ্মা সেতুর সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাগণ।
×