ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রামপাল নির্মাণ চুক্তি এ মাসেই

প্রকাশিত: ০৮:৩৪, ৮ এপ্রিল ২০১৬

রামপাল নির্মাণ চুক্তি এ মাসেই

স্টাফ রিপোর্টার ॥ পায়রা বিদ্যুত কেন্দ্রের পর এবার রামপালের নির্মাণ চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। চলতি মাসেই বিদ্যুত কেন্দ্রটির চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি। বৃহস্পতিবার বাংলাদেশের বিদ্যুতখাতের মহাপরিকল্পনা নিয়ে বিদ্যুত ভবনে আয়োজিত এক সেমিনারে এ কথা জানানো হয়েছে। একই অনুষ্ঠানে জানানো হয় উদ্যোক্তা চাইলে চট্টগ্রামের বাঁশখালী থেকে বিদ্যুত কেন্দ্রটি স্থানান্তর করতে সরকার সহায়তা করবে। সেমিনারে আলোচনায় বিদ্যুত সচিব এবং বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির চেয়ারম্যান মনোয়ার ইসলাম জানান, চলতি মাসের মধ্যেই রামপাল বিদ্যুত কেন্দ্রের নির্মাণ চুক্তি স্বাক্ষর হবে। তিনি এই সঙ্গে বিদ্যুতের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, বর্তমান সরকারের চলতি মেয়াদ শেষে, অর্থাৎ ২০১৯ সালের মধ্যে দেশের ৯৬ শতাংশ মানুষকে বিদ্যুত সরবরাহ করা সম্ভব হবে। দরপত্রে দেয়া শর্তানুযায়ী, রামপাল বিদ্যুতকেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটের নির্মাণকাজ শেষ করতে হবে চুক্তি করার ৪১ মাসের মধ্যে। আর দ্বিতীয় ইউনিট শেষ করতে হবে ৪৬ মাসের মধ্যে। সেমিনারে বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বাঁশখালী থেকে এস আলম গ্রুপের বিদ্যুত কেন্দ্রটি স্থানান্তর করতে সরকার উদ্যোক্তাদের সহায়তা করতে আগ্রহী। জনবহুল এ দেশে ব্যবস্থাপনা বেশ কঠিন। জমির দাম বাড়ছে। বিদ্যুতের সেবা বাড়াতে হলে জমির প্রয়োজন অথচ মানুষ জমি ছাড়বে না। সামনের দিনগুলোতে পরিবেশ এবং বিদ্যুতের সমন্বয় হবে বড় চ্যলেঞ্জ বলে মনে করেন তিনি।
×