ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তৃতীয় দফা ইউপি নির্বাচন

প্রতীক বরাদ্দ পেয়েই মাঠে নেমেছেন প্রার্থীরা

প্রকাশিত: ০৮:০৩, ৮ এপ্রিল ২০১৬

প্রতীক বরাদ্দ পেয়েই মাঠে নেমেছেন প্রার্থীরা

স্টাফ রিপোর্টার ॥ দুই দফায় নির্বাচন শেষে এবার অপেক্ষা তৃতীয় দফার নির্বাচন নিয়ে। ইতোমধ্যে সব আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার থেকেই ভোট প্রার্থনায় মাঠে নেমেছেন প্রার্থীরা। এদিন চেয়ারম্যান, সদস্য ও সাধারণ সদস্য পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। তৃতীয় দফায় সহিংসতা রোধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ইসি। অবাধ সুষ্ঠু, শান্তিপুর্ণ ও সহিংসতামুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠান এখন ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলেও মনে করছেন তারা। এদিকে তৃতীয় দফায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক দলের মধ্যেই বিদ্রোহী প্রার্থী থাকায় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে দু’দলের প্রার্থীদের। তবে খোঁজ নিয়ে জানা গেছে তৃতীয় দফায় ৬২১ ইউপি নির্বাচন হলেও তুলনামূলকভাবে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কম রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের রয়েছে প্রায় ২শ’ জনের কাছাকাছি। অপরদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে প্রায় দেড় শ’র কাছাকাছি। তৃতীয় দফায় ৬২১ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল শনিবার। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। আইনানুযায়ী প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নির্বাচনে প্রচার শুরু করেছেন।
×