ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ রাসেল ৩-২ বিজেএমসি

ফিকরুর হ্যাটট্রিকে শেখ রাসেলের কষ্টার্জিত জয়

প্রকাশিত: ০৬:৩২, ৮ এপ্রিল ২০১৬

ফিকরুর হ্যাটট্রিকে শেখ রাসেলের কষ্টার্জিত জয়

স্পোর্টস রিপোর্টার ॥ এবার কি সনি নর্দে হতে পারবেন ফিকরু তেফেরা? তিনি কি পারবেন ২০১২-১৩ মৌসুমের মতো শেখ রাসেলকে আবারও ট্রেবল জেতাতে? এই ইথিওপিয়ান ফরোয়ার্ড সেটা পারবেন কি না, তা পরের বিষয়। আপাতত তাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে এক ম্যাচে হ্যাটট্রিক করেই। তার নৈপুণ্যেই বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘কেএফসি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে’ ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ টিম বিজেএমসিকে ঘাম ঝরিয়ে হারিয়েছে শেখ রাসেল। ম্যাচের স্কোরলাইন ছিল ৩-২। প্রথম ম্যাচেও কষ্টার্জিত জয় কুড়াতে হয়েছিল রাসেলকে। ২-১ গোলে হারিয়েছিল আরামবাগ ক্রীড়া সংঘকে। সে ম্যাচেও গোল করেছিল ভারতের আইএসএল খেলে নাম কামানো ফিকরু। পক্ষান্তরে প্রথম ম্যাচে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়েছিল বিজেএমসি। ফিকরুর কল্যাণে ফরোয়ার্ড লাইনটা ভাল খেললেও রাসেলের রক্ষণভাগ ছিল খুবই সাধারণ মানের। এ নিয়ে চিন্তিতই মনে হয়েছে কোচ মারুফুল হককে। খেলার শেষদিকে তো তাদের রীতিমতো আতঙ্কেই রেখেছিল বিজেএমসি। তিন মিনিটে বল নিয়ে বিজেএমসির বক্সে ঢুকে পড়েন ফিকরু। তাকে বিজেএমসির ডিফেন্ডার সাইফুল ইসলাম ফাউল করে বক্সে ফেলে দেন। সাইফুলকে হলুদ কার্ড আর রাসেলের পক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি ভুবন মোহন তরফদার। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ফিকরু (১-০)। গোল করেই যথারীতি দুইবার ডিগবাজি দিয়ে গোল উদ্যাপন করেন তিনি। তবে ডিফেন্সের দুর্বলতার কারণে খুব বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি রাসেল। ৭ মিনিটে নাইজিরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলের ক্রসে চমৎকার শটে লক্ষ্যভেদ করেন বিজেএমসির ফরোয়ার্ড মেহদী হাসান তপু (১-১)। ব্যবধানটা বাড়াতে পারত বিজেএমসি। কিন্তু ৩২ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে এলিটার শট অল্পের জন্য জড়ায়নি জালে। প্রথমার্ধ শেষ হয় ১-১ এর সমতাতেই। ৬০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বিজেএমসি। ফরোয়ার্ড রুম্মন হোসেনকে অবৈধভাবে বাধা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বিজেএমসির ক্যামেরুনিয়ান ডিফেন্ডার বাইবেক এসায়ি। রুম্মনের ক্রসে দর্শনীয় হেডে বল জালে পাঠান আবারও সেই ফিকরু (২-১)। ৭৬ মিনিটে রাজন মিয়ার ক্রস থেকে প্রথম প্রচেষ্টায় গোল করতে ব্যর্থ হন ফিকরু। তবে দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকই সফল হন তিনি। এবার জটলা থেকে মাটি কামড়ানো শটে গোলরক্ষককে পরাস্ত করে নিজের প্রথম ও টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন ফিকরু (৩-১)। বুধবার প্রথম হ্যাটট্রিক করেন শেখ জামালের হাইতিয়ান ফরোয়ার্ড-অধিনায়ক ওয়েডসন এ্যানসেলমে। অবাক বিষয়Ñ হ্যাটট্রিকের পরপরই মাঠ থেকে তুলে নেয়া হয় ফিকরুকে! তবে কিছুক্ষণ পর বোঝা গেল প্রচ- গরমের কারণেই এমনটা করেছেন কোচ মারুফ। ফিকরু তীব্র গরমে খেলতে অস্বস্তিবোধ করছিলেন। ফিকরুর মাঠ ছাড়ায় যেন আত্মবিশ্বাস বাড়ে বিজেএমসির। ৮২ মিনিটে শেখ রাসেলের জালে বল পাঠান নাইজিরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু (২-৩)।
×