ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সমালোচনায় ব্রাভো

প্রকাশিত: ০৬:৩১, ৮ এপ্রিল ২০১৬

ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সমালোচনায় ব্রাভো

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে (ডব্লিউআইসিবি) কড়া ভাষায় ধুয়ে দিলেন ডোয়াইন ব্রাভো। বোর্ড সভাপতি ডেভিড ক্যামেরনকে একজন ‘অপরিপক্ব’, ‘ছোট মনের’ ও ‘উদ্ধত্য’ মানুষ, হিসেবে আখ্যায়িত করেছেন। যিনি নিজের খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত যুদ্ধে বিশ্বাসী। ত্রিনিদাদ এ্যান্ড টোব্যাগোর এক সংবাদ সংস্থাকে দেয়া স্কাইপ সাক্ষাতকারে এসব মন্তব্য করে দেশটিতে চলমান বিতর্কে যেন নতুন করে ঘি ঢাললেন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দেনা-পাওনার ঝামেলা নতুন কিছু নয়। এ কারণেই ২০১৪ সালের অক্টোবরে ভারত থেকে দল নিয়ে চলে আসেন তৎকালীন ওয়ানডে অধিনায়ক ব্রাভো। এরপর থেকে ওয়ানডে দলে জায়গা হয়নি তার। চুক্তিও বাতিল হয়ে যায় তার। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে টিএ্যান্ডটি দলের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেয়া হয় তাকে। যে কারণে বোর্ডের কাছে ভোগান্তির শিকার হওয়াকে নতুন কিছু মনে করেন না ব্রাভো। তাই বোর্ডের প্রতি ব্রাভোর ক্ষোভ থাকাটা ঠিক অযৌক্তিকও নয়। সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই যে বোর্ডের সমালোচনা করায় অধিনায়ক ড্যারেন স্যামির ক্যারিয়ারও যে শঙ্কার মুখে পড়তে পারে, সেটাও বিস্ময়ের কিছু নয় ব্রাভোর কাছে। বিশ্বকাপজয়ী অধিনায়ক সামির মন্তব্যে একমত পোষণ করে তিনি বলেন, ‘না, সামির মন্তব্যে আমি অবাক হইনি। খেলোয়াড় হিসেবে আমরা যথেষ্ট রয়ে-সয়ে ছিলাম। লোকজন বেশি সমালোচনা করত খেলোয়াড়দের নিয়ে। দলের প্রতি আমাদের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলত। তারা বলত, সত্যিই কি আমরা ক্রিকেটকে ভালবাসি, নাকি অর্থ? বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের কী ঝামেলা চলছে, অনেকে বোঝে না। আমার কাছে বিশ্বের সবচেয়ে অপেশাদার বোর্ড এটি। সামি তার অন্তর থেকেই কথা বলেছে। তার বক্তব্যে কোন ভুল নেই এবং আমি তাকে শতভাগ সমর্থন করি।’ টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়ককে পুরো দলের খেলোয়াড়রা সমর্থন করছে বলে জানান ব্রাভো। তার মতে, খেলোয়াড়দের শ্রদ্ধায় ও তাদের সঙ্গে যোগাযোগ রক্ষায় বরাবরই ব্যর্থ বোর্ড। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ক্রিস গেইলের প্রথম দিকের কয়েকটি ম্যাচের সমালোচনা করে ক্যামেরন টুইট করেছিলেন। ওই ঘটনা উল্লেখ করলেন ব্রাভো, ‘সভাপতি একটা টুইট করেছিলেন। বলেছিলেন, এবার কিছু রান কিনতে হবে ক্রিস গেইলকে!’ এর অর্থ হলো নিজের বাড়ির লোকের সঙ্গেই শত্রুতা করছেন বোর্ড সভাপতি। টি২০ বিশ্বকাপের ফাইনালের সময় তিনি ভারতের ইডেন গার্ডেনেই ছিলেন। জয় পাওয়ার পরও তিনি একবার দলকে অভিনন্দন জানাতে আসেননি। ড্রেসিংরুমে না আসার কারণ হিসেবে কয়েক দিন আগে ক্যামেরন জানান, তিনি খেলোয়াড়দের মনোযোগে বিঘœ ঘটাতে চান না বলেই আসেননি। তবে, তাদের সঙ্গে সম্পর্ক ভাল আছে। যদিও এ বক্তব্যের সঙ্গে একমত নন ব্রাভো। বললেন, ‘আমাদের ক্রিকেট নিচের দিকে চলে গেছে। হ্যাঁ, আমরা বিশ্বকাপ জিতেছি, মেয়েরা জিতেছে; অনুর্ধ ১৯ দলও জিতেছিল বিশ্বকাপ। কিন্তু এর মানে এই নয় যে, আমাদের ক্রিকেট ভাল কারও হাতে আছে। আমাদের অবশ্যই সহায়তার প্রয়োজন এবং চলমান ইস্যু নিয়ে বোর্ডকে উত্তর দিতে হবে।’ ব্রাভো অবশ্য আশা প্রকাশ করলেন, খেলোয়াড়দের এ্যাসোসিয়েশনের সঙ্গে শীঘ্রই বসবে বোর্ড এবং সমাধানও হবে। তবে নিজে কতটা এই কথা বিশ্বাস করলেন সেটা জানা গেলো না! এবার ভারতীয় প্রিমিয়ার লীগ আইপিএলে নতুন দল গুজরাট লায়ন্সের হয়ে খেলবেন ব্রাভো। নবম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার ‘চ্যাম্পিয়ন ড্যান্স’। টুর্নামেন্ট চেয়ারম্যান রাজিব শুক্লা এই তথ্য দিয়েছেন। সম্প্রতি শেষ হওয়া টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়দের মধ্যে ব্রাভোর এই সিগনেচার নাচটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। শুধু ক্যারিবীয়রাই নয় পুরো ক্রিকেট বিশ্বই এখন ব্রাভোর এই নাচে মাতোয়ারা। আর সেই কারণেই আইপিএল এর আয়োজক কর্তৃপক্ষও এই সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছেন।
×