ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিএল শুরু শনিবার

প্রকাশিত: ০৬:৩১, ৮ এপ্রিল ২০১৬

আইপিএল শুরু শনিবার

স্পোর্টস রিপোর্টার ॥ যেই দলে কম ক্রিকেটার, সেই দলেও ২২ জন আছেন। সেই হিসেবে গড়ে ২২ জন করে হলেও ৮ দলে সবমিলিযে ১৭৬ ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে দুইজন বাংলাদেশের। একজন, বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আরেকজন, কাটার মাস্টার বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান। মুম্বাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টের ম্যাচ দিয়ে যে শুরু হচ্ছে টুর্নামেন্ট। এ দুই দলের একদলেও নেই বাংলাদেশী ক্রিকেটার। তবে পরের দিনই কলকাতার ইডেন গার্ডেনে সাকিব খেলতে নামবেন। দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে খেলা রয়েছে সাকিবের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে টুর্নামেন্ট শুরুর ২ দিন পর খেলতে নামবেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১২ এপ্রিল আইপিএলে প্রথম ম্যাচ খেলবেন মুস্তাফিজ। বাংলাদেশী দুই ক্রিকেটারই দারুণ শুভেচ্ছা পেয়েছেন। সাকিবদের তো শুভেচ্ছা জানিয়েছেন ক্ষোধ দলের মালিক বলিউড তারকা শাহরুখ খান। তিনি টুইট করেছেন, ‘ওয়েলকাম হোম, মাই ফ্রেন্ড। এখন মজা করার সময়। খুব তাড়াতাড়ি দেখা হবে।’ মুস্তাফিজকে তো দলের প্রাণভোমরাই বলে দিয়েছেন হায়দরাবাদের কোচ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি। বলেছেন, ‘সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেও মুস্তাফিজ প্রমাণ করেছে সে একজন টপ ক্লাস বোলার। টি২০ বিশ্বকাপ চলাকালীন আমি মুস্তাফিজের সঙ্গে দেখা করেছি। সে দারুণ সম্ভাবনাময় একজন তরুণ খেলোয়াড়। আশা করি সে দ্রুতই দলের সঙ্গে মানিয়ে নেবে। সে বরাবরই বড় ম্যাচের খেলোয়াড়। এশিয়া কাপ এবং বিশ্বকাপে মুস্তাফিজ সেটা প্রমাণও করেছে। তার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’ সাকিব ও মুস্তাফিজ-দুইজনের প্রতি দলের আস্থা আছে। সেই আস্থার প্রতিদান এখন দিতে পারলেই হয়। বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা তো এবার শুধু সাকিবের জন্য নয়, মুস্তাফিজের জন্যও আইপিএল দেখবেন। তাতে সাকিবের আইপিএল মিশন শুরু হয়ে যাচ্ছে রবিবার। আর মুস্তাফিজের মঙ্গলবার। আইপিএলের এবারের আসরটি নবম আসর। এর আগে আট আসর হয়েছে। ২০০৮ সালে প্রথম আসরে রাজস্থান রয়্যালস চ্যাম্পিয়ন হয়। ২০০৯ সালে ডেকান চার্জার্স শিরোপা জিতে। যে দলটি এখন আর আইপিএলে নেই। কারণ, ঠিকমতো পাওনাদি পরিশোধ করেনি। দলটিকে তাই আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে। চেন্নাই সুপার কিংস দুইবার ২০১০ ও ’১১ সালে চ্যাম্পিয়ন হয়। তবে ফিক্সিংয়ের জন্য চেন্নাইকে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে। কলকাতা নাইট রাইডার্সও দুইবার ২০১২ ও ’১৪ সালে, মুম্বাই ইন্ডিয়ান্সও দুইবার ২০১৩ ও ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয়। এবার কোন দল হবে চ্যাম্পিয়ন? সেই জল্পনা-কল্পনা এখনই শুরু হয়ে গেছে। উদ্বোধনী ম্যাচে যে দুই দল খেলবে তাদের মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের দিকেই নজর আছে সবার। দলটিতে এবার অধিনায়ক হিসেবে আছেন রোহিত শর্মা। তার সঙ্গে ম্যাচ জেতানোর মতো দেশী কোঠায় জাসপ্রিত বুমরাহ, হরভজন সিং, হার্দিক পান্ডে আছেন। আর বিদেশী কোঠায় কোরি এন্ডারসন, টিম সাউদি, লেন্ডল সিমন্স, কাইরন পোলার্ড, মিচেল ম্যাকক্লেনাগান আছেন। লাসিথ মালিঙ্গাও আছেন। তবে ইনজুরিতে শুরুর দিকে খেলতে পারবেন না মালিঙ্গা। পুনে সুপার জায়েন্টে এবার নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। যিনি চেন্নাইকে দুইবার চ্যাম্পিয়ন করান। আছেন রবীচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠান, আজিঙ্কেয়া রাহানে, ইশান্ত শর্মা, আরপি সিং, স্টিভেন স্মিথ, কেভিন পিটারসেন, থিসারা পেরেরা, এলবি মরকেল, মিচেল মার্শ, ফাফ ডু প্লেসিস। তবে বরাবরের মতো কলকাতার দিকে সবারই দৃষ্টি থাকে। সেই দলে সাকিব তো আছেনই, নিয়মিত অধিনায়ক গৌতম গম্ভীর, পিযুষ চাওলা, সুনীল নারাইন, মানিষ পান্ডে, ইউসুফ পাঠান, উমেশ যাদবের সঙ্গে আন্দ্রে রাসেল, কলিন মুনরো, মরনে মরকেলরা আছেন। এবার যেহেতু হায়দরাবাদে খেলছেন মুস্তাফিজ, তাই এই দলটির দিকেও বাংলাদেশের সবার নজর থাকছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন শিখর ধাওয়ান। সঙ্গে আছেন ভুবনেশ্বর কুমার, আশিষ নেহরা, যুবরাজ সিং, নামান ওঝা, কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, ইয়ন মরগান, ট্রেন্ট বোল্ট। এখন দেখা যাক, কোন দল চ্যাম্পিয়ন হতে পারে। সেই শিরোপার লড়াই শুরু হয়ে যাচ্ছে শনিবার। শেষ হবে ২৯ মে।
×