ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মহীউদ্দীন খান আলমগীরের দুই ছেলের খালাসের রায় আপীলে বাতিল

প্রকাশিত: ০৬:১১, ৮ এপ্রিল ২০১৬

মহীউদ্দীন খান আলমগীরের দুই ছেলের খালাসের রায় আপীলে বাতিল

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের দুই ছেলের বিরুদ্ধে সম্পদ বিবরণীর তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) করা মামলায় হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল করেছেন আপীল বিভাগ। এ রায়ের ফলে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারিক (নিম্ন) আদালতের দেয়া তিন বছরের সাজা বহাল রইল। তবে দুই ছেলের মধ্যে মৃত্যুর কারণে ড. জালাল আলমগীরের নাম মামলা থেকে বাদ এবং জয় আলমগীরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। অন্যদিকে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক রাষ্ট্রদূত এটিএম নাজিমউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে হাইকোর্টের দেয়া ৩ বছরের কারাদ- বহাল রেখেছেন আপীল বিভাগ। মহীউদ্দীন খান আলমগীরের দুই ছেলের বিরুদ্ধে সম্পদ বিবরণীর তথ্য গোপনের অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদকের) করা মামলায় হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল করেছেন আপীল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মহীউদ্দিন খান আলমগীরের পক্ষে শুনানি করেন সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ড. জালাল আলমগীর ২০১১ সালে থাইল্যান্ডে সস্ত্রীক বেড়াতে গিয়ে পাতায়া বিচে পানিতে ডুবে মারা যান। তাই এখন শুধু জয় আলমগীরই এ সাজা ভোগ করবেন। উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ জুন সম্পদের বিবরণী দাখিল না করায় দুদক জালাল আলমগীর ও জয় আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় একই বছরের ৫ নবেম্বর বিশেষ জজ আদালত তাদের তিন বছর কারাদ- ও পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদ-ের রায় দেন। রায়ের বিরুদ্ধে মহীউদ্দীন খান আলমগীরের করা রিট আবেদনে ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি নিম্ন আদালতের রায় বাতিল করেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিচারপতি বোরহানউদ্দিন। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপীল করে দুদক। এই আপীলের শুনানি শেষ করে গত ২১ মার্চ আদেশের জন্য দিন ঠিক করেছিলেন আপীল বিভাগ। কিন্তু আসামি পক্ষের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দিতে সময় দেন আপীল বিভাগ। অবশেষে বৃহস্পতিবার এই রায় ঘোষণা করলেন আদালত। সাবেক রাষ্ট্রদূতের দ- বহাল ॥ অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক রাষ্ট্রদূত এটিএম নাজিমউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে হাইকোর্টের দেয়া ৩ বছরের কারাদ- বহাল রেখেছেন আপীল বিভাগ। এর আগে বিচারিক (নিম্ন) আদালত তাকে পাঁচ বছরের কারাদ- দিয়েছিল। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের সুপ্রীমকোর্টের আপীল বিভাগের একটি বেঞ্চ এই রায় দেন। শুনানিতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান ও আসামিপক্ষে ইউসুফ হোসেন হুমায়ুন। জানা যায়, ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিভিত্তিতে আরব আমিরাতে রাষ্ট্রদূত নিয়োগ পান নাজিমউল্লাহ চৌধুরী। এ সময়ে তিনি সেখানে অফিস ভাড়া ও অন্য কর্মচারীদের বেতনের নাম করে ২০ লাখ দুই হাজার ২৯৯ টাকা আত্মসাত করেন। এ বিষয়ে ২০০৮ সালের ১৪ মে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন দুদকের উপ-পরিচালক আবদুল্লাহ হিল জাহিদ। একই বছর ২৮ আগস্ট অভিযোগপত্র জমা দেয়া হয়। ১৬ নবেম্বর নিম্ন আদালত তাঁকে পাঁচ বছরের কারাদ- এবং ২২ লাখ টাকা জরিমানা করেন। ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট তার সাজা কমিয়ে তিন বছর কারাদ- ও ছয় লাখ ৮৪ হাজার ৬৯৯ টাকা জরিমানা ধার্য করেন। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপীল করেন নাজিমউল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার ওই আপীল নিষ্পত্তি করে আপীল বিভাগ তিন বছরের সাজা বহাল রেখে আদেশ দেন।
×