ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুদকের বক্তব্য

সাংবাদিক নিষিদ্ধ নয় কমিশনে

প্রকাশিত: ০৬:১০, ৮ এপ্রিল ২০১৬

সাংবাদিক নিষিদ্ধ নয় কমিশনে

বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতি দমন কমিশনে ‘সাংবাদিক নিষিদ্ধ’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সংবাদটি বস্তুনিষ্ঠ নয়। কমিশনে সাংবাদিকদের নিষিদ্ধ করা হয়নি। কমিশনের সার্বিক তথ্য ব্যবস্থাপনায় কতিপয় পরিবর্তন সাধন করা হয়েছে মাত্র। ইতোপূর্বে কমিশনের তথ্য প্রদানে একমাত্র জনসংযোগ কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত ছিলেন। বর্তমানে কমিশনের সচিব এবং জনসংযোগ কর্মকর্তাকে তথ্য প্রদানের দায়িত্ব প্রদান করা হয়েছে। তারা ব্যর্থ হলে কমিশন সাংবাদিকগণের সঙ্গে কথা বলবেন। কমিশনের দুর্নীতিবিরোধী অভিযান কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে এবং কমিশনের সার্বিক নিরাপত্তা ও অভিযোগের অনুসন্ধান এবং তদন্ত কার্যক্রম স্বচ্ছ, সম্পূর্ণ নিরপেক্ষ করার জন্য দর্শনার্থী প্রবেশের বিষয়ে অফিস আদেশের নির্দেশনা অব্যাহত রাখা হয়েছে। এক্ষেত্রে শ্রেণী-পেশা নির্বিশেষে সকল দর্শনার্থীগণ বিকেল ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে কমিশনের অভ্যর্থনা থেকে পাস গ্রহণ করে কমিশনে প্রবেশ করবেন। দুর্নীতি দমন কমিশনে গণমাধ্যমকর্মীদের বসার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত মিডিয়া সেন্টার রয়েছে। যা সাংবাদিকদের সর্বক্ষণিক বসার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দুর্নীতি দমন কমিশন তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। বর্তমান কমিশন ইতোমধ্যেই নির্ধারিত সময়ে আবেদনকারীদের তথ্য প্রদানের নির্দেশনা দিয়েছে। কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে গণমাধ্যমের সহযোগিতা ব্যতীত দেশের দুর্নীতি প্রতিরোধ ও দমন সম্ভব নয়। তাই গণমাধ্যমের সঙ্গে কমিশন নিবিড় আন্তরিক সম্পর্ক রাখতে চায়। এক্ষেত্রে গণমাধ্যম কর্মীগণের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
×