ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিজেন্ট এয়ারের ঢাকা-চট্টগ্রাম মাসকাট ফ্লাইট উদ্বোধন

প্রকাশিত: ০৬:১০, ৮ এপ্রিল ২০১৬

রিজেন্ট এয়ারের  ঢাকা-চট্টগ্রাম মাসকাট ফ্লাইট  উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ মধ্যপ্রাচ্যে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ওমানের রাজধানী মাসকাটের পথে আকাশে ওড়ে এই ফ্লাইটটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আয়োজিত রিজেন্টের পঞ্চম এই আন্তর্জাতিক রুটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় বিশেষ অতিথি ছিলেন সচিব এসএম গোলাম ফারুক, বাংলাদেশে ওমানের রাষ্ট্রদূত ওমর বিন মোহাম্মদ বিন রামাধান আলবালুসি ও বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী। রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মাসরুফ হাবিব এবং চীফ অপারেশনাল অফিসার আশিসরায় চৌধুরী। রিজেন্ট বহরে সদ্যযুক্ত ১৮৩ আসনের অত্যাধুনিক বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি চলাচল করবে মাসকাট রুটে। প্রাথমিকভাবে সপ্তাহে ৪টি ফ্লাইট চলবে মাসকাট রুটে। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকা থেকে ছেড়ে প্রথমে চট্টগ্রাম এবং সেখান থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে রাত পৌনে ১২টায় (স্থানীয় সময়) মাসকাট পৌঁছবে। সেখান থেকে বুধ, শুক্র, শনি ও সোমবার মধ্যরাত পৌনে একটায় ছেড়ে সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম এবং পৌনে ৯টায় ঢাকা এসে পৌঁছবে। সব ধরনের করসহ ঢাকা-মাসকাট সর্বনিম্ন ভাড়া ওয়ানওয়ে ২০,৫৬৫ টাকা এবং রিটার্ন ৩৯,৪৭৮ টাকা, চট্টগ্রাম-মাসকাট ওয়ানওয়ে ১৯,০০৫ টাকা এবং রিটার্ন ৩৯,২৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মাসকাট থেকে ঢাকা সর্বনিম্ন ভাড়া ওয়ানওয়ে ৫০ ওমানী রিয়াল এবং রিটার্ন ১৩০ রিয়াল এবং মাসকাট-চট্টগ্রাম ওয়ানওয়ে ৬০ রিয়াল এবং রিটার্ন ১৩৫ রিয়াল নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রত্যেক যাত্রী দেশ থেকে যাওয়ার সময় ২০ কেজি এবং ওমান থেকে আসার সময় ৪৫ কেজি ফ্রি ব্যাগেজের সুবিধা পাবেন। ২০১০ সালের ১০ নবেম্বর যাত্রা শুরু করা রিজেন্ট এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাঙ্কক, কলকাতা এবং চট্টগ্রাম থেকে ব্যাঙ্কক ও কলকাতা আন্তর্জাতিক গন্তব্যে চলাচল করছে। আর অভ্যন্তরীণ রুটে চলাচল করছে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে। চট্টগ্রামভিত্তিক দেশের অন্যতম শীর্ষ শিল্প গোষ্ঠী হাবিব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রিজেন্ট এয়ারওয়েজ।
×