ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্দোলনের মুখে চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

প্রকাশিত: ০৬:০৯, ৮ এপ্রিল ২০১৬

আন্দোলনের মুখে চুয়েট বন্ধ ঘোষণা,  শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্নাতক পর্যায়ের সকল শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ। ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ৬ দিনের মাথায় বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে। একই সঙ্গে বিকেল ৩টার মধ্যে ছাত্রদের, শুক্রবার সকাল দশটার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে জরুরী সভায় মিলিত হয় কর্তৃপক্ষ। সার্বিক অবস্থা পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দানের সিদ্ধান্ত হয়। তবে বিশ্ববিদ্যালয় বন্ধের এ ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চুয়েট গোল চত্বরে শুরু হয় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী। চবিতে পরীক্ষার হলে ফের ছাত্রলীগের তালা ॥ চবি সংবাদদাতা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ফের তালা লাগিয়ে দিয়েছে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কৃত এক কর্মীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে তারা এ তালা লাগায়। ফলে স্থগিত করা হয়েছে ইনস্টিটিউটের বৃহস্পতিবারের পরীক্ষা। এর আগে একই দাবিতে তালা লাগানোর ঘটনায় সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
×