ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধী বিচার

মহিবুর, মুজিবর ও রাজ্জাকের পক্ষে ৩ সাক্ষীর জবানবন্দী

প্রকাশিত: ০৫:৫৯, ৮ এপ্রিল ২০১৬

মহিবুর, মুজিবর ও রাজ্জাকের পক্ষে ৩ সাক্ষীর জবানবন্দী

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হবিগঞ্জের দুই সহোদর মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাত ভাই আব্দুর রাজ্জাকের পক্ষে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সাক্ষী জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দী শেষে প্রসিকিউটর তাদের জেরা করেন। পরবর্তী সাক্ষীর জন্য ১৭ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছেন। তৃতীয় সাক্ষী মোঃ মনজ মিয়া, চতুর্থ সাক্ষী আব্দুর নুর মিয়া ও পঞ্চম সাক্ষী তাহির আলী জবানবন্দী প্রদান করেছেন। তৃতীয় সাক্ষী তার জবানবন্দীতে বলেন, আসামি মহিবুর রহমান ওরফে বড় মিয়া মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং আব্দুর রাজ্জাক রাজাকার ছিল না। তিনি বলেন, একাত্তরের আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। সে সময় এ এলাকায় রাজাকার ছিল চাউমিয়া, দুধা মিয়া, ইসরাইল, মলুসহ আরও অনেকে। চতুর্থ সাক্ষী তার জবানবন্দীতে বলেন, একাত্তরের আমাদের গ্রামে কোন ধর্ষণের ঘটনা ঘটেনি। পঞ্চম সাক্ষী তার জবানবন্দীতে বলেন, তিনিও বলেন আমাদের গ্রামে কোন ধর্ষণের ঘটনা ঘটেনি। জবানবন্দী শেষে সাক্ষীদের জেরা করেন প্রসিকিউটর সুলতান মুহাম্মদ সিমন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, প্রসিকিউটর হৃষিকেশ সাহা ও প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল। এর আগে প্রসিকিউশনের সাক্ষীগণ তাদের জবানবন্দী প্রদান করেছেন। বড় মিয়া ও আঙ্গুর মিয়া উভয়ের বিরুদ্ধে হত্যা, আটক, অপহরণ, অগ্নিসংযোগ, নির্যাতন ও ধর্ষণসহ ৪টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
×