ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

শিল্পকলায় শুরু হলো বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব

প্রকাশিত: ০৫:৫৮, ৮ এপ্রিল ২০১৬

শিল্পকলায় শুরু হলো বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব

স্টাফ রিপোর্টার ॥ বাজছে ঢুলির ঢাক। চারপাশে ছড়িয়েছে আনন্দের আবহ। শব্দের নিনাদে উচ্ছ্বসিত নাট্যকর্মীরা। সবার অভিব্যক্তিতে দৃশ্যমান নাটকের প্রতি ভাললাগার ও ভালবাসার অনুরণন। গাঁদার হলুদ আর গোলাপের লাল পাপড়ি দিয়ে সজ্জিত উৎসবের আঙিনা। এই শোভাময় দৃশ্যকল্পের মাঝে তিথিরা জ্বালিয়ে দিলেন মঙ্গল প্রদীপ। এভাবেই যেন সুন্দরকে আবাহন করে বৃহস্পতিবার চৈতালী সন্ধ্যায় শুরু হলো সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব। এবারের উৎসবে নাটকে অবদানের স্বীকৃতিস্বরূপ সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি সম্মাননা প্রদান করা হবে নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ড. ইনামুল হক এবং অভিনেত্রী সারা যাকেরকে। পাঁচ দিনের এ উৎসবে বাংলাদেশের দর্শকনন্দিত আটটি নাট্যদলের ৮টি নাটকের সঙ্গে মঞ্চস্থ হবে ভারতের দুটি নাট্যদলের নাটক। ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে প্রযোজনাগুলো। এ ছাড়া প্রতিদিন বিকেল পাঁচটা থেকে নাট্যশালার বহিরাঙ্গনে থাকবে পথনাটক, গান ও কবিতায় সাজানো সাংস্কৃতিক পরিবেশনা। নাট্যশালায় সপ্তমবারের মতো পাঁচ দিনের এ উৎসবের আয়োজক পদাতিক নাট্য সংসদ (টিএসসি)। উৎসব উদ্বোধনের আগে বিকেলে নাট্যশালার বহিরাঙ্গনে মঞ্চস্থ হয় মৈত্রী থিয়েটার পরিবেশিত পথনাটক ‘এই দিন এই দিন’। সন্ধ্যায় প্রয়াত বরেণ্য নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইনের প্রতিকৃতির সামনে শুরু হয় উদ্বোধনী আনুষ্ঠানিকতা। মঙ্গলের বার্তা ছড়িয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন হয়। এ সময় পদাতিকের নাট্যকর্মীরা এক সুরে গেয়ে শোনায় সদস্যরা গাইলেনÑ মঙ্গলদীপ জ্বেলে অন্ধকারে দু’চোখ আলোয় ভরো প্রভু ...। উৎসব উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। পদাতিক নাট্য সংসদের সভাপতি সৈয়দ তাসনীন হোসাইনের সঞ্চালনায় উদ্বোধনী আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননাপ্রাপ্ত দুই নাট্যজন মামুনুর রশীদ ও আতাউর রহমান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, ভারতের ত্রিপুরার বিলোনিয়া প্রেসক্লাবের মুখ্য উপদেষ্টা দীপঙ্কর সেন প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে শিরীন শারমিন চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে এগিয়েছে বাংলাদেশের নাট্য আন্দোলন। একই সঙ্গে মেলে ধরেছে এই ভূখ-ের সংস্কৃতি ও কৃষ্টিকে। শুধু তাই নয়, এ আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত হয়েছে এ দেশের নাটক। এটা আমাদের জন্য একটি বড় পাওয়া। মামুনুর রশীদ বলেন, ষাটের দশকে নাট্যচর্চা আন্দোলন শুরু করেছিলেন সৈয়দ বদরুদ্দীন হোসাইন। তিনি ছিলেন আমাদের নাটকের শিক্ষক। তাঁকে নিয়ে বছরের পর বছর এমন উৎসব আয়োজনের প্রশংসার দাবিদার পদাতিক নাট্য সংসদ। তিনি আরও বলেন, পুরনো বছর শেষ হয়ে আসছে নববর্ষ। নতুন বছরের আমাদের আকাক্সক্ষা অশুভকে দূরে সরিয়ে কল্যাণের পথে চলা। এই নতুন বছরে যেন তনু হত্যার মতো কোন অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে। সেই সঙ্গে আমরা নতুন বছরে তনু হত্যার দোষীদের আইনের আওতায় এনে তাদের বিচার দেখতে চাই। আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে প্রদান করা হবে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি স্মারক সম্মাননা প্রদান করা হবে। এ বছর এ সম্মাননা পাচ্ছেন নাট্যজন ড. ইনামুল হক ও সারা যাকের। কাল শিল্পকলায় বৈশাখী ফ্যাশন শো ॥ ফ্যাশন এন্টারপ্রেনারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইবি)-এর উদ্যোগেকাল শনিবার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ফ্যাশন উদ্যোগ বৈশাখী ফ্যাশন শো। ফ্যাশন কোরিওগ্রাফার আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে ফ্যাশন শোতে অঞ্জন’স, দেশাল, নিপুন, এবি ফ্যাশন মেকার, এম ক্রাফট, বিবিয়ানা, কে ক্রাফট, রঙ বাংলাদেশ, সাদাকালোসহ বিভিন্ন ফ্যাশন হাউজের বৈশাখী পোশাক উপস্থাপন করা হবে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এফইবি আয়োজিত সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানান সংগঠনের সভাপতি আজহারুল হক আজাদ। বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবসের আয়োজন ॥ বৃহস্পতিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বাংলা একাডেমি ও বিশ্বকবিতা বাংলা পরিষদের যৌথ উদ্যোগে স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন উপলক্ষে স্বরচিত কবিতা পাঠ, ছাড়া পাঠ, আবৃত্তি এবং সৈয়দ মাসুদ হোসেনের কবিতায় ‘বঙ্গবন্ধু শীর্ষক’ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ড. নূহ-উল-আলম লেনিন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। কবি অসীম সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববাংলা কবিতা পরিষদের সাধারণ সম্পাদক আসলাম সানি।
×