ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কামাল চৌধুরী ইউনেস্কো বোর্ড কমিটির চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:১৩, ৮ এপ্রিল ২০১৬

কামাল চৌধুরী ইউনেস্কো বোর্ড কমিটির চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ইউনেস্কোর নির্বাহী বোর্ডের কনভেনশনস এ্যান্ড রেকমেনডেশনস (সিআর) কমিটির চেয়ারম্যান হয়েছেন। বৃহস্পতিবার প্যারিসে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের ১৯৯তম সভায় সর্বসম্মতিক্রমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলোর পক্ষ থেকে কামাল চৌধুরীকে এ কমিটির চেয়ারম্যান করা হয় বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ইউনেস্কোর পাঁচটি সাবসিডিয়ারি কমিটির অন্যতম এই সিআর কমিটির সদস্য সংখ্যা ৩০। এ কমিটি বছরে দুবার বসে এবং ইউনেস্কোর শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন সনদ ও সুপারিশ বাস্তবায়নে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিবেদন মূল্যায়ন করে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ইউনেস্কোর আওতাভুক্ত সদস্য রাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতিও পর্যালোচনা বা মূল্যায়ন করে। এ ছাড়া শিক্ষকদের মর্যাদা সম্পর্কে ইউনেস্কোর সুপারিশ বাস্তবায়ন সম্পর্কে আইএলও-ইউনেস্কোর যৌথ বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন এবং বছরে একবার শিক্ষার অধিকার সম্পর্কিত প্রতিবেদন পর্যালোচনা করাও এ কমিটির দায়িত্ব বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। কামাল চৌধুরী ২০১৩-২০১৭ মেয়াদের জন্য ইউনেস্কো নির্বাহী বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ২০১৩-২০১৫ মেয়াদে তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ইউনেস্কো নির্বাহী বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। নেভি এ্যাংকরেজ স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত নেভি এ্যাংকরেজ ঢাকা স্কুল হতে ২০১৬ সালে অনুষ্ঠিত জেএসসি ও পিইসিই পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার খিলক্ষেতে অবস্থিত নেভি এ্যাংকরেজ ঢাকা’র স্কুল মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবুবকর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনন্য এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ মোট ৬২ জন কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। -আইএসপিআর ডাল ঘুঁটনি নতুন প্রযুক্তির আগমনে নিত্য ব্যবহার্য সামগ্রী হারিয়ে যায়। যদিও বাজারে কিচেন গ্যাজেটের অভাব নেই কিন্তু তা ডাল ঘুঁটনিকে বিদায় করতে পারেনি। এ হলো বাঙালীর রান্নাঘরের এক চিরন্তন সঙ্গী। ছবিটি জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রীর। স্বস্তির আশায় চৈত্রের এই শেষ সময়টাতে প্রকৃতি থাকে উত্তপ্ত, রুক্ষ। মানুষের পাশাপাশি তীব্র গরমে অতিষ্ঠ প্রাণীরাও। রাজধানীর রামপুরার রাস্তায় জমে থাকা পানির ওপর একটু স্বস্তির আশায় বসে রয়েছে এই কুকুরটি। ছবিটি জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রীর।
×