ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নগর সরকারের বিকল্প নেই ॥ মেয়র খোকন

প্রকাশিত: ০৪:১২, ৮ এপ্রিল ২০১৬

নগর সরকারের বিকল্প নেই ॥ মেয়র খোকন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার পুঞ্জীভূত সমস্যা নিরসনে ‘নগর সরকারের কোন বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, রাজধানী ঢাকাকে একটি বাসযোগ্য আধুনিক সবুজম-িত পরিচ্ছন্ন নগরীতে পরিণত করার ক্ষেত্রে একটি সমন্বিত কর্তৃপক্ষ গঠন অত্যন্ত জরুরী। বৃহস্পতিবার সকালে নগরীর দক্ষিণের ৮নং ওয়ার্ডে গোপীবাগ সমবায় সোসাইটি মাঠে সিসি ক্যামেরার উদ্বোধন ও এলাকাবাসীর সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে জবাবদিহিতামূলক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন। তিনি বলেন, নগরীতে বিভিন্ন সেবাদানকারী সংস্থা থাকলেও একটির সঙ্গে অন্যটির কার্যত কোন সমন্বয় নেই। এই সমন্বয়হীনতার কারণে কাজ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এজন্য এখন থেকেই একটি সমন্বিত কর্তৃপক্ষ গঠন শুরু করা দরকার। এজন্য নগর সরকারের কোন বিকল্প নেই। এ সময় মেয়রের সঙ্গে স্থপতি মোবাশ্বের হোসেন, মহানগর আওয়ামী লীগের নেতা মোঃ ওমর আলী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ সুলতানসহ কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোঃ বিলাল, সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ, ওয়াসা-পুলিশের প্রতিনিধিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে মেয়র এলাকাবাসীর নিরাপত্তা রক্ষার্থে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্থাপিত সিসি ক্যামেরার উদ্বোধন করেন। তিনি বলেন, ওয়ার্ড কাউন্সিলরদের নিজস্ব উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ইতোমধ্যে পাঁচ শতাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। অটিজম সচেতনতা বিষয়ে সশস্ত্র বাহিনীর বিশেষ অনুষ্ঠান আন্তর্জাতিক অটিজম সচেতনতা দিবস-২০১৬ উপলক্ষে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতর আয়োজিত ‘অটিজম সচেতনতা’ বিষয়ক একটি বিশেষ অনুষ্ঠান বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিক্যালস ইনস্টিটিউট (এএফএমআই) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ রবিউল হোসেন। এছাড়া সশস্ত্র বাহিনীর কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল মোঃ আব্দুল আলী মিয়া এবং নিউরোডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি প্রোটেকশন ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন প্রফেসর মোঃ গোলাম রাব্বানী বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি, সভাপতি এবং বিশেষ অতিথিগণসহ অন্যান্য বিশিষ্টজনের মধ্যে অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক শাহীন আক্তার ও অধ্যাপক এমএসআই মল্লিক বক্তব্য প্রদান করেন। -আইএসপিআর
×