ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় পাটকল শ্রমিকদের অবরোধ কর্মসূচী স্থগিত

প্রকাশিত: ০৪:০৭, ৮ এপ্রিল ২০১৬

খুলনায় পাটকল শ্রমিকদের অবরোধ কর্মসূচী স্থগিত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত খুলনাঞ্চলের সাত রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা তিন দিনের জন্য সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচী স্থগিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের যৌথসভা শেষে শ্রমিক নেতারা এ সিদ্ধান্ত নেন। আন্দোলনকারী শ্রমিক নেতারা জানান, জেলা প্রশাসন থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে। রবিবার বকেয়া মজুরির কমপক্ষে ২ সপ্তাহের পাওনা টাকা দেয়া হবে। বাকি মজুরি ও দাবি-দাওয়ার বিষয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। প্রশাসনের আশ্বাসের প্রতি আস্থা রেখে চলমান সড়ক ও রেলপথ ধর্মঘট রবিবার পর্যন্ত তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে মিলে ধর্মঘট চলবে। প্রতিশ্রুতি অনুযায়ী রবিবার তাদের বকেয়া মজুরির টাকা দেয়া না হলে পরে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। শুভাঢ্যা খাল পরিদর্শন নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৭ এপ্রিল ॥ শুভাঢ্যা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, খননসহ স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে বৃহস্পতিবার খালটি পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য আলাউদ্দিন, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রকিবুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী প্রমুখ। রংপুরে ব্র্যাক কর্মকর্তার আত্মহত্যা স্টাফ রিপোর্টার, রংপুর ॥ রংপুরের পীরগঞ্জের বড় দরগা ব্র্যাক শাখার ব্যবস্থাপক শ্যামল কান্তি (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনার পর পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, শ্যামল গত কয়েক বছর ধরে বড় দরগা শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিল। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি ছিলেন অবিবাহিত। চৈতালী আসর স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে চৈতালী উৎসব হয়েছে। বৃহস্পতিবার মুন্সীগঞ্জ পিটিআই ইনস্টিটিউট মিলনায়তনে ব্যতিক্রমী এ আসর বসে। এতে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও নাটক মঞ্চস্থ হয়। চৈত্রের রৌদ্রকোজ্জ্বল দিনটিতে সুরের মূর্ছনা ছড়িয়ে যায় চারদিক। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। পিটিআই সুপার রকিবুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এডিসি হারুন-অর-রশীদ, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ। দুই বাড়ি পুড়ে ছাই সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ৭ এপ্রিল ॥ বোয়ালমারী পৌর সদর বাজারসংলগ্ন দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা নারায়ণ গুহ ও তপন কুমারের দুটি টিনের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের সেন্টার বাজারে বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী আলিম চৌকিদারের মুদি ও মনোহারি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসায়ী দাবি করেছেন। ফজরের আজান দিতে যাওয়ার সময়ে স্থানীয় মসজিদের মুয়াজ্জিম মোঃ মোহেবউল্লাহ প্রথম ওই দোকানে আগুন দেখতে পান। বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতপৃষ্ট হয়ে নেছার আকন (২৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও দু’জন। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। নিহত নেছার আকন বরগুনা জেলার তালতলী উপজেলার দক্ষিণ গে-ামারা গ্রামের খালেক আকনের পুত্র। আহতরা হলেন একই উপজেলার লাল মিয়ার পুত্র আব্দুল কুদ্দুস (৩০) ও আশিকুর রহমান (২২)। পঞ্চগড়ে মানববন্ধন স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বাংলাদেশে অভ্যন্তরে অবস্থিত সদ্য বিলুপ্ত ১১১টি ছিটমহলে স্থাপিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে সরকারীভাবে পাঠদানের অনুমতি, মঞ্জুরি প্রদান, উপবৃত্তির তালিকা প্রণয়ন, এমপিওভুক্ত এবং সরকারী সুযোগ-সুবিধাসহ ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নে আন্দোলনকারীদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচী ও প্রধানমন্ত্রী ববাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। নাগরিক অধিকার সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের আয়োজনে বৃহস্পতিবার পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ মামলার সকল আসামি উপস্থিত না থাকায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ হয়নি। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, আদালতে মামলার অভিযুক্ত জামিনে থাকা আরিফুল হক চৌধুরীসহ কারান্তরীণ ১৩ আসামিদের মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন। তবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আদালতে উপস্থিত ছিলেন না। এজন্য আদালত সাক্ষ্যগ্রহণ না করে পরবর্তী তারিখ ২৮ এপ্রিল নির্ধারণ করেছেন। জোয়ারে চরাঞ্চল প্লাবিত নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ৭ এপ্রিল ॥ চরফ্যাশনে বৃহস্পতিবার দুপুরে নদনদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলের বাড়িঘর ও ফসলের ক্ষেত প্লাবিত হয়েছে। সূত্র জানায়, উপজেলার চরমাদ্রাজের ভাঙ্গা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে গ্রাম ও ফসলি জমি প্লাবিত হয়েছে। এছাড়া বেড়িবাঁধ না থাকায় চরপাতিলা, ঢালচর, চরফারুকি, চরলক্ষ্মী, চর হাসিনা এবং বেড়িবাঁধের বাইরের অংশের চর আইচা, চরকচ্ছপিয়া, জাহানপুরসহ প্রায় ২০টি চরে লোনা পানি প্রবেশ করে রবিশষ্য ত ডুবে গেছে, এতে এসব এলাকার রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। দগ্ধ নির্মাণ শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৭ এপ্রিল ॥ মোক্তার বাড়ী রোডের মিত্তির বাড়ি এলাকায় নির্মাণাধীন ১২তলা তাকওয়া বিল্ডিংয়ে কাজ করার সময় বিদ্যুতপৃষ্ট হয়ে আমিনুল (২৮) নামে এক নির্মাণ শ্রমিক আহত হয়। তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। জানা গেছে, বিল্ডিংয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তার বিল্ডিংয়ের টিন ও রডের স্পর্শে আমিনুলের সারা শরীরে আগুন ধরে যায়। ইউএনও অপসারণ দাবিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারকে অপসারণের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। পুলিশের তিন দফা বাধা উপেক্ষা করে বিক্ষুব্ধরা প্রতিবাদ সভা করে ইউএনও’র অপসারণ করা না হলে পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে হুমকি প্রদর্শন করে। বিক্ষুব্ধরা জানায়, চলতি এইচএসসি পরীক্ষার সময় উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দ পরীক্ষার হলে প্রবেশ করে পরীক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার এবং পরীক্ষার সময় শেষ না হওয়ার পূর্বে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের খাতা নিয়ে যায়। এর প্রতিবাদে বৃহস্পতিবার ইংরেজী প্রথমপত্র পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের অপসারণের দাবিতে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে প্রতিবাদ সভা করে। সভায় বক্তার বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও দেবী চন্দকে অপসারণ করা না হলে আগামী রবিবারের পরীক্ষায় কোন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে না। মহাসড়কের কালভার্টে ফাটল নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৭ এপ্রিল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মহল্লায় অবস্থিত একটি কালভার্টে ফাটল ধরে অর্ধেক অংশ দেবে যাওয়ায় ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে ঘটনার পর পরই দ্রুত বেইলি সেতু তৈরি করে যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার বিকেলে এ ফাটল দেখা যায়। ফাটল ধরে ১২ দশমিক তিন মিটার দৈর্ঘ্য ও সাত দশমিক আট মিটার প্রস্তবিশিষ্ট কালভার্টটির অর্ধেক অংশ দেবে যাওয়ায় এক পাশ দিয়ে কোনরকম বাস ও হালকা যান চলাচল করছে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ কালভার্টের ওপর দিয়ে ভারি যান চলতে দিচ্ছে না। সেতুর দুই পাশে একাধিক লাল পতাকা উড়িয়ে দেয়া হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে পূর্বশত্রুতার জের ধরে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। দোকান ভাংচুর ঠেকাতে গেলে দোকানের কর্মচারী ইদ্দিস মোল্লাকে বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা দোকানের মালামাল লুট করে। আহত দোকান কর্মচারীকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
×