ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালবৈশাখী ঝড়

বাগেরহাটের অধিকাংশ এলাকা এখনও অন্ধকারে

প্রকাশিত: ০৪:০৬, ৮ এপ্রিল ২০১৬

বাগেরহাটের অধিকাংশ এলাকা এখনও অন্ধকারে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ গত মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ের ৩৬ ঘণ্টা পরও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাগেরহাটের অধিকাংশ এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। বুধবার রাত ১২টার দিকে পৌর শহরের কয়েকটি এলাকায় বিদ্যুত এলেও জেলার বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুত নেই। ফলে চরম দুর্ভোগে পড়েছেন বাসাবাড়ি থেকে শুরু করে সব পর্যায়ের গ্রাহকরা। নষ্ট হতে শুরু করেছে ফ্রিজে থাকা ওষুধ, মাছ-মাংসসহ কাঁচা তরকারি। বিশেষ করে চলমান এইচএসসি পরীক্ষার্থীরা সীমাহীন ভোগান্তিতে পড়েছে। বাগেরহাট পল্লী বিদ্যুত সমিতির ব্যবস্থাপক মোঃ মোতাহার হোসেন জানান, গত মঙ্গলবার রাতের আকস্মিক কালবৈশাখী ঝড়ে বাগেরহাট পল্লী বিদ্যুত সমিতির আওতাধীন ৭টি সাবস্টেশন ও ২৮টি ফিডারের সব বিতরণ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বিদ্যুতের তারের ওপর বড় বড় গাছপালা পড়ায় রাত থেকে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার রাত থেকে চেষ্টা করে এখন পর্যন্ত কেবল ৬টি সাবস্টেশন ও ৮টি ফিডারে বিদ্যুত লাইন দেয়া গেছে। তবে গ্রাহক পর্যায়ে প্রায় ৪ হাজার কিলোমিটার বিতরণ লাইন ও গ্রাহকের সংযোগ ঠিক করতে কয়েক দিন সময় লাগতে পারে। পৌর এলাকায় বিদ্যুত বিতরণ প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী পলাশ পাল জানান, গাছপালা সরিয়ে শহরের বেশির ভাগ লাইনে বিদ্যুত সংযোগ চালু হয়েছে। তবে অনেক এলাকায় সার্ভিস তার বিচ্ছিন্ন থাকায় বিদ্যুত পাচ্ছেন না গ্রাহকরা। বৃহস্পতিবারের মধ্যে বিদ্যুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা তার। যশোরে ঝড়ে অজস্র পাখির মৃত্যু স্টাফ রিপোর্টার, যশোর ॥ সদরের তীরেরহাট গ্রামে কয়েক হাজার পাখি ঝড়ের কবলে পড়ে মৃত্যু হয়েছে। মৃত পাখির মধ্যে জাতীয় পাখি দোয়েল, শালিক, মাছরাঙ্গা, ঘুঘু ও বুলবুলি রয়েছে। বিপুল সংখ্যক পাখির মৃত্যুত ওই এলাকার পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্থানীয়রা জানান, তীরেরহাট গাছপালাবেষ্টিত একটি সবুজ গ্রাম। এ গ্রামের বিভিন্ন বাগানে সন্ধ্যার পর আশ্রয় নেয় বিভিন্ন প্রজাতির পাখি। সকাল ও সন্ধ্যায় পাখির কলতানে মুখরিত হয় এলাকা। এলাকার পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদ। গত মঙ্গলবার সন্ধ্যার পরিবেশটাও ছিল অন্যদিনের মতো। কিন্তু সন্ধ্যার পর ঝড়ে আশ্রয় ভেঙ্গে যায় পাখিদের। ঝড়ো হাওয়া ও গাছের ডালপালার ঝাপটায় মারা যায় অসংখ্য পাখি। সকালে ঘুম থেকে উঠে স্থানীয়রা দেখতে পান তীরেরহাট গ্রামের পশ্চিমপাড়ার খলিল, এলাহী বক্স, কালাম ও বালিয়াঘাটের লিয়াকত মাস্টারের মেহগনি বাগানে শত শত মৃত পাখির ছড়াছড়ি। লৌহজংয়ে হিটস্ট্রোকে ২০ ছাত্রী অসুস্থ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ের ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০ ছাত্রী বৃহস্পতিবার পিটি শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় তিন ছাত্রীকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। এতে ছাত্রছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ স্কুল ছুটি ঘোষণা করে। অতিরিক্ত গরমে হিটস্টোকের কারণে এমনটি হয়েছে বলে চিকিৎসক ধারণা করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ রহিম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পিটি শেষে ক্লাস রুমে গিয়ে নবম শ্রেণীর এক ছাত্রী হঠাৎ অসুস্থবোধ করে। এ সময় তাকে ধরতে অপর একজন ছাত্রী এগিয়ে গেলে সেও অসুস্থ হয়ে পড়ে। ইউপি চেয়ারম্যান প্রার্থীর কার্যালয় ভাংচুর, আহত ২ সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ৭ এপ্রিল ॥ রায়পুরে ইলিয়াস হাওলাদার নামে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর ও পোস্টারে অগ্নিসংযোগের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিলে ওই প্রার্থীর ভাই জুয়েল হাছান ও কার্যালয়ের কেয়ারটেকার শরীফকে বেদম মারধর করে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটায় প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীর কর্মী-সমর্থকরা।
×