ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই শিশু ও যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:০৫, ৮ এপ্রিল ২০১৬

দুই শিশু ও যুবকের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৭ এপ্রিল ॥ টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মধুমতি নদী থেকে ফাতেমা আক্তার (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা নদীতে শিশুর মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে টুঙ্গিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। নিজস্ব সংবাদদাতা, নওগাঁ থেকে জানান, পোরশায় বেলাল হোসেন (৪০) নামে এক মাদ্রাসার পিয়নের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার নিতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার পিয়ন ও যমুনাবাগান গ্রামের মেহেরদির ছেলে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে সে সকলের অজান্তে পোরশা থানা থেকে দু’শ’ গজ দক্ষিণ-পূর্ব আমবাগানে গাছের ডালের সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। নিজস্ব সংবাদদাতা, গাজীপুর থেকে জানান, গাজীপুরে একটি কালভার্টের নিচ থেকে বৃহস্পতিবার বিকেলে ৩ বছরের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগরপাড়া এলাকার আব্দুস সামাদ মাস্টারের বাড়ির পাশের একটি কালভার্টের নিচে বৃহস্পতিবার বিকেলে এক শিশুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তার গাল ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শ্রমিকদের দুই গ্রুপে সংঘর্ষে আহত ৩ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ দুটি শ্রমিক সংগঠনের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের টেক্সটাইল মিলস মোড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে কুড়িগ্রাম টেক্সটাইল মোড়ে জেলা অটোরিক্সা, অটোটেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়ন পক্ষের নেতৃবৃন্দ চালকদের পরিচয়পত্রের কথা বলে ২ হাজার ৭শ’ টাকা দাবি করে। এতে উলিপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী এসব অটোরিক্সা এবং সিএনজি চালকরা তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে বসচা ও উত্তেজনার একপর্যায়ে দুপুর ১২টার দিকে উভয়পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। এতে পরিবহন চালক পক্ষের হারেছ, নাহিদ ও ছাবেদ আলী নামের ৩ ব্যক্তি আহত হন। স্থানীয়রা আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে।
×