ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়কে ঝরে গেল আট প্রাণ

প্রকাশিত: ০৪:০৪, ৮ এপ্রিল ২০১৬

সড়কে ঝরে গেল আট প্রাণ

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে দুই এবং ঝিনাইদহ, রাজবাড়ী, কিশোরগঞ্জ ও সাতক্ষীরা, রংপুর ও ফরিদপুরে একজন করে নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গোপালগঞ্জ ॥ যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে দু’জন মোটর সাইকেলারোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনা ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক সরদার ইদ্রিস মোল্লা (৫৫) এবং মোটরসাইকেল চালক খুলনা জেলার আড়ংঘাটা থানার রংপুর গ্রামের চন্ডিদাস বৈরাগীর ছেলে কাজল বৈরাগী (৩৫)। জানা গেছে, নিহত ইদ্রিস মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত মালেক মোল্লা ছেলে। বৃহস্পতিবার সকালে তিনি তার ছেলে তাহসিনকে আনতে গ্রামের বাড়ি থেকে একটি ভাড়ায়-চালিত মোটরসাইকেলযোগে খুলনার উদ্দেশে রওনা হন। সদর উপজেলার পাথালিয়া এলাকায় পৌঁছলে খুলনা থেকে চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায় এবং মোটরসাইকেল চালক ও আরোহী দু’জনেই ঘটনাস্থলে নিহত হন। ঝিনাইদহ ॥ মহেশপুরে ট্রাকচাপায় সুবোল হালদার (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার গুড়দাহ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবোল হালদার একই উপজেলার শ্রীনাথপুর গ্রামের ভজহরি হালদারের ছেলে। রাজবাড়ী ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার পাইকাড়ায় বৃহস্পতিবার সকালে ট্রাকের ধাক্কায় অপর একটি ট্রাকের চালক নিহত হয়েছে। তার নাম আব্দুল আলিম (৪২)। তার বাড়ি বগুড়া জেলার নিসিন্দিয়া পূর্ব খাপাড়া গ্রামে। কিশোরগঞ্জ ॥ পাকুন্দিয়ায় মোটরসাইকেল চাপায় সাজ্জাদ হোসেন (৯) নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে উপজেলার এগারসিন্দুর বাহাদিয়া গ্রামের কৃষক বাবুল মিয়ার ছেলে ও বাহাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার দুপুরে মঠখোলা-মির্জাপুর সড়কের বাহাদিয়া বহুমুখী স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা ॥ আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় মিথুন ম-ল নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাদাকাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিথুন ম-ল একই গ্রামের মহাদেব ম-লের ছেলে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে মিথুন ম-ল পার্শ্ববর্তী কাদাকাটি বাজার থেকে একটি মোটরসাইকেল চড়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রংপুর ॥ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই আরোহী। বৃহস্পতিবার সকালে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে ঘটে এই দুর্ঘটনা। জানা গেছে, সকালে কাউনিয়া থেকে মধুপুরের দিকে যাচ্ছিল তিন আরোহী। মধুপুরে পৌঁছে সঙ্গেই চালক নিয়ন্ত্রণ হারালে সাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় চালক ও আহত হয় অপর দুই আরোহী। ফরিদপুর ॥ পুলিশ বহনকারী একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে আঘাত করলে ওই পথচারী নিহত হয়। এ ঘটনায় আহত হয় ওই ট্রাকের সাত পুলিশ সদস্য। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদরের পূর্বগঙ্গাবর্দী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ হতাহতদের তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহত পথচারী আলম বিশ্বাস (৫০) একজন কৃষক। তার বাড়ি সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্ব গঙ্গাবর্দী এলাকায়।
×