ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আ’লীগের দুই পক্ষে সংঘর্ষ

চেয়ারম্যান প্রার্থীসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:০৩, ৮ এপ্রিল ২০১৬

চেয়ারম্যান প্রার্থীসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের থামাতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের মহিলা নেত্রী ফরিদা ইয়াসমীন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরদার জান মোহাম্মদসহ ২১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্র জানায়, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন পান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার জান মোহাম্মাদ। মনোনয়ন পাওয়ার পর জান মোহাম্মাদ এলাকায় ফিরে গণসংযোগ শুরু করেন। তবে মনোনয়ন বঞ্চিত হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদ বুধবার নিজেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোষণা দিয়ে বিকেলে হাটগাঙ্গোপাড়া বাজারে কর্মী-সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। চেয়ারম্যান প্রার্থী পরিবর্তন দাবিতে মাগুরায় বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৭ এপ্রিল ॥ মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে মিজানুর রহমান শিকদারকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার প্রতিবাদে ও প্রার্থী পরিবর্তন দাবিতে বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুর উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। মানববন্ধনকারীরা অভিযোগ করেন একাত্তরের রাজাকার চাঁদ আলি শিকদারের পুত্র মিজানুর রহমান শিকদার। বিনোদপুর মহম্মদপুর ও মাগুরার মুক্তিযোদ্ধাদের ব্যানারে মহম্মদপুর উপজেলার সদরের স্বাধীনতা স্কয়ারে আয়োজিত মানববন্ধনে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিইউপি দল চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব (মার্কেটিং বিভাগ) আয়োজিত ‘ভয়েস অব বিজনেস এ কেস স্টাডি কমপিটিশন ২০১৬’ বিশ্বদ্যিালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ২৪০ দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ও মার্কেটিং বিভাগ, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ থেকে সর্বমোট ১০ দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। গত ৩১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের দল বিবিএ (জেনারেল)-এর নেসা মাহবুবা সালাম, এহেতেশাম আনজুম ও ফারহানাজ আঁচল উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ, এসইউপি, পিএসসি, পিএইচডি চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান। -বিজ্ঞপ্তি সড়ক সংস্কার দাবি নিজস্ব সংবাদদাতা, সাভার, ৭ এপ্রিল ॥ আশুলিয়া থানাধীন জিরানীতে সংযোগ সড়ক সংস্কার ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ তরিকত ফেডারেশন, আশুলিয়া থানার আয়োজনে জিরানী আলহাজ আব্দুল মান্নান ডিগ্রী কলেজের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। এ সময় বক্তারা বলেন, জিরানী থেকে আমতলা পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়কের ওপর দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করে। অস্ত্রসহ সাবেক ইউপি মেম্বার আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে দেশীয় অস্ত্র ও গুলিসহ সাবেক ইউপি মেম্বার ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, খোর্দ্দগোবিন্দপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নুর ইসলাম ও একই এলাকার মুজিবুর রহমান। বুধবার গভীর রাতে উপজেলার খোর্দ্দগোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়। কারেন্ট জালে অগ্নিসংযোগ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার কালীগঞ্জ, মেহেন্দীগঞ্জ, কীর্তনখোলা ও কালাবদর নদী থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বরিশাল কোস্টগার্ডের সদস্যরা। জব্দকৃত জালে বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে অগ্নিসংযোগ করা হয়। নিয়মিত টহলের মাধ্যমে বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এনইউ ভিসি’র মতবিনিময় ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে খুলনা অঞ্চলের অধিভুক্ত সকল কলেজ অধ্যক্ষের এক মতবিনিময় সভা আজ শুক্রবার বিকেল ৪টায় খুলনা সরকারী মহিলা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। -বিজ্ঞপ্তি
×