ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এমপির ছেলে ও জামাইয়ের জড়িত থাকার অভিযোগ

তিস্তায় অবৈধভাবে পাথর উত্তোলন চলছেই

প্রকাশিত: ০৪:০১, ৮ এপ্রিল ২০১৬

তিস্তায় অবৈধভাবে পাথর উত্তোলন চলছেই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ একশত বিশ বোমা মেশিন বন্ধ হয়ে গেলেও ১২টি বোমা মেশিন বীরদর্পে নীলফামারী অংশের তিস্তা নদীর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন অব্যাহত রেখেছে। ডিমলা উপজেলার তিস্তা এলাকায় যে ১২টি পাথর উত্তোলনের অবৈধ বোমা মেশিন বন্ধ হয়নি সেগুলো স্থানীয় এমপির জামাতা, ছেলে ও নিকট আত্মীয়দের বলে এলাকাবাসী অভিযোগ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, মঙ্গলবার ডিমলা থানায় আরও ৯টি মামলা হয়েছে। এ নিয়ে আগের ১৩টিসহ ২২টি মামলা দায়ের হলো। তিনি জানান, অবৈধ বোমা মেশিনের মালিকদের নাম ঠিকানা সঠিকভাবে যাচাই বাছাই করে মামলা দায়ের করা হচ্ছে। আরও একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন। এলাকাবাসী অভিযোগ করে জানায়, সোমবার জনকণ্ঠে খবর প্রকাশের পর ১২০টি বোমা মেশিন বন্ধ হয়ে গেলেও ১২টি অবৈধ বোমা মেশিন দিয়ে তিস্তা নদী ও তিস্তা ব্যারাজ কমান্ড এলাকায় পাথর উত্তোলন অব্যাহত রয়েছে। এসব মেশিনের মধ্যে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের জামাই কামরুল ইসলামের নেতৃত্বে কাঁকিনায় ৬টি মেশিন পরিচালনা করছে আমিনুর রহমান, মাজেদুল ইসলাম, মিলন, বাবুল, মোস্তাফিজুর ও মনিরুজ্জামান। দোহলপাড়া ও পাগলপাড়ায় এমপির ছেলে আশরাফুল ইসলাম জুয়েলের নেতৃত্বে তিনটি মেশিন পরিচালনা করছে নুরুল ইসলাম, নুর হক, কোরবান আলী ও রুবেল, ঝাড়শিঙ্গেশ্বর এলাকায় একটি মেশিনের নেতৃত্ব দিচ্ছে এমপির পরিবারের নিকটতম আত্মীয় এসএ ফিরোজ ও আতাউর রহমান আতা মাস্টার ও দোহলপাড়ায় রুবেলের নেতৃত্বে ১টি। পূর্বছাতনাইয়ে একটি মেশিন চলছে ফারুক, গাজী রহমান, আমিনুর ও রুবেলের নেতৃত্বে। এলাকাবাসী এই ১২ বোমা মেশিন বন্ধ ও মালিকদের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি তুলেছে। উল্লেখ, অবৈধ বোমা মেশিনের মাধ্যমে পাথর উত্তোলনের কারণে তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের কমান্ড এলাকার অবকাঠামো, তিস্তা নদীর ডান তীর বাঁধ ও রাস্তাঘাট ভেঙ্গে যেতে শুরু করেছে।
×