ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খরস্রোতা নদী এখন মরা খাল

প্রকাশিত: ০৪:০০, ৮ এপ্রিল ২০১৬

খরস্রোতা নদী এখন মরা খাল

শেখ আব্দুল আওয়াল, গফরগাঁও ॥ অস্তিত্ব হারাতে বসেছে শীলা ও সুতিয়া নদী। অপরিকল্পিত ক্রসবাঁধ ও সøুুইসগেট নির্মাণ, অবৈধভাবে নদীর পাড় দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর নির্মাণের ফলে শীলা ও সুতিয়া অস্তিত্ব সঙ্কটে পড়ে বলে জানান এলাকাবাসী। এ নদী দুটির প্রায় ৫০ কিলোমিটার এলাকা শুকিয়ে গেছে। জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শীলা নদীর দৈর্ঘ্য ৭৩.২৫ ও সুতিয়া নদীর দৈর্ঘ্য ৩৮০ কিলোমিটার। কান্দি গ্রামের হাসমত আলী ভূঁইয়া জানান, গফরগাঁও উপজেলার দীঘা গ্রাম থেকে নিগুয়ারী ইউনিয়নের ত্রিমোহনী পর্যন্ত শিলা নদীর ওপর ১২টি সøুুইসগেট রয়েছে। সেচকাজের জন্য ১৯৮৫ সালে তৎকালীন সরকার এ সøুইসগেটগুলোর কাজ শুরু করে ১৯৯০ সালে শেষ করে। নির্মাণের পর থেকে এই সøুইসগেটগুলো কোন কাজে আসছে না। উপরন্তু তা নদী দুটির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কোন কোন স্থানে নদী দুটি সম্পূর্ণ হারিয়ে গেছে। বলা যায় শীলা ও সুতিয়া নদী এখন শুধুই স্মৃতি। ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ মূসা (চলতি দায়িত্ব) জানান, ব্রহ্মপুত্র নদসহ ময়মনসিংহের সকল নদীই নাব্য সঙ্কটে রযেছে। নদীগুলো খননের পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন নেই। এক কথায় বলা যায়, সহসাই খনন হচ্ছে না। শীলা-সুতিয়া নদীর নাব্য সঙ্কট। তবে এ দুই নদীর কোথাও দখল থাকলেও তা প্যাসিফিক বলা যাচ্ছে না। পার্বতীপুরে নদী দখল নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর থেকে জানান, সরকারী জমি ও সম্পত্তি দখলের পর এবার নদী, খাল-বিল দখলে লিপ্ত হয়েছে ভূমি সন্ত্রাসীরা। মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় বুধ ও বৃহস্পতিবার দুই দিন ঘুরে এ দৃশ্য চোখে পড়ে। এককালের খরস্র্রোতা কাল নদী (কালিন্দি নদ) কালের আবর্তে ভরাট হয়ে গেছে। স্থানীয় ভূমি সন্ত্রাসীরা নদী দখল করছে। নদী পার্শ্ববর্তী দুষ্ট প্রকৃতির লোকজন গায়ের জোরে ও প্রভাব খাটিয়ে নদী দখল করে পজেশন বেচা-কেনার কাজে লিপ্ত। যার যত শক্তি তার তত জমি। নদীর পাড় কেটে আকার পরিবর্তন করে জোতের সম্পত্তিতে পরিণত করে বিস্তীর্ণ এলাকায় এখন চাষাবাদ হচ্ছে। এখানে যে নদী ছিল তা এখন বোঝাই যায় না। একই অবস্থা দেখা গেছে পার্বতীপুরের খোলাহাটি, বদরগঞ্জ উপজেলা অংশে করতোয়া নদীর। হাইকোর্টে রুলিং দেয়া রয়েছে নদ-নদী জলাশয় ইত্যাদির আকার পরিবর্তন করা যাবে না।
×