ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২৯ কোম্পানির ইপিএস হিসাবে গরমিল

কোম্পানির তথ্যে সমৃদ্ধ হলো ডিএসইর ওয়েবসাইট

প্রকাশিত: ০৩:৫৭, ৮ এপ্রিল ২০১৬

কোম্পানির তথ্যে সমৃদ্ধ হলো ডিএসইর ওয়েবসাইট

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওয়েবসাইটে তালিকাভুক্ত কোম্পানির স্পন্সর শেরারহোল্ডারদের শেয়ার ধারণ, জরিমানা, আর্থিক হিসাবে গরমিলসহ আরও নতুন তথ্য সরবরাহ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর ওয়েবসাইটে গিয়ে যে কোন কোম্পানির প্রোফাইলে গেলেই এসব তথ্য পাওয়া যাবে। ডিএসই কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা। বালা বলেন, ৩০৮টি কোম্পানির তথ্য আপডেট করা হয়েছে। কোম্পানির প্রোফাইলে গেলে কোন কোম্পানির ওটিসি মার্কেটে যাওয়া, তালিকাচ্যুতি, পুনর্তালিকাভুক্তি, ক্রেডিট রেটিং স্ট্যাটাস জানা যাবে। একইসঙ্গে আইনভঙ্গের কারণে কোন কোম্পানিকে নিয়ন্ত্রক সংস্থাগুলো কি জরিমানা করেছে সেই তথ্য পাওয়া যাবে। শেয়ারধারী পরিচালকদের তথ্যের বিষয়ে বালা বলেন, উদ্যোক্তা/পরিচালক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী ও বিদেশী বিনিয়োগকারীদের শেয়ারধারণের সর্বশেষ দুই মাসের তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। এ তথ্য থাকবে তারিখসহ। এদিকে কোম্পানির প্রথম দিনের লেনদেনের তারিখের পাশাপাশি সর্বোচ্চ ২ বছরের তার পরিমাণও জানা যাবে। বর্তমানে ডিএসইর ওয়েবসাইটে বেসিক ইপিএসের পাশাপাশি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) রেগুলেশন অনুযায়ী ডাইলুটেড ইপিএস দেখানো হয়। এখন থেকে এ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ীও ডাইলুটেড ইপিএস দেখা যাবে। এ ছাড়া নিট মুনাফার পাশাপাশি আদার কমপ্রিহেনসিভ ইনকামও দেখা যাবে। ২৯টি কোম্পানির কোয়াটার হিসাবগুলোর ফলাফলে গরমিল পাওয়া গেছে বলে জানান স্বপন কুমার বালা। উদাহরণ টেনে বলেন, কোন কোম্পানি প্রথম প্রান্তিকে ২ ও দ্বিতীয় প্রান্তিকে ৩ টাকা ইপিএস দেখিয়েছে। কিন্তু দুই প্রান্তিক একত্রে ৫ টাকা হলেও কোম্পানি ৬ টাকা বা ৪ টাকা দেখিয়েছে। এখন থেকে কেউ এমন গরমিল তথ্য দিলে তা কোম্পানির প্রোফাইলে দেখা যাবে। আপডেট করা প্রোফাইলে এখন থেকে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী মূল্য আয় অনুপাতের (পিই) পাশাপাশি শেষ ৬ কার্যদিবসেরও দেয়া থাকবে। এ ছাড়া একটি কোম্পানির প্রোফাইলে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ দেওয়া থাকবে। একটি কোম্পানি যে উদ্দেশ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে টাকা সংগ্রহ করে এবং কবে আবেদন শুরু হয়, সেই তথ্য কোম্পানির প্রোফাইলে পাওয়া যাবে। এ ছাড়া যেসব উদ্যোক্তারা বা আইপিওতে আনাকালীন যারা শেয়ারহোল্ডার থাকেন তাদের পরিচয় পাওয়া যাবে। প্রোফাইলে তথ্য সহজে আপডেট করার জন্য আগামিতে কোম্পানি কর্তৃপক্ষ নিজেই এ কাজ করতে পারবেন বলে জানিয়েছেন স্বপন কুমার বালা। তিনি বলেন, কোম্পানির কাছ থেকে তথ্য নিয়ে তা আপডেট করতে সময় লাগে। কিন্তু কোম্পানি যদি এ কাজ নিজে করে তাহলে সময় কম লাগবে। তাই আগামী এক মাসের মধ্যে কোম্পানির মাধ্যমে সরাসরি তথ্য আপডেট করার ব্যবস্থা করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বপন কুমার বালা বলেন, আগে বিএসইসির নির্দেশনার কারণে কিছু তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা ছিল। সেখানে হয়তো কোন কারণ ছিল। তবে এখন নিষেধাজ্ঞা না থাকায় সব তথ্য প্রকাশ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আব্দুল মতিন পাটোয়ারি, প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মোঃ জিয়াউল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
×