ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইসল্যান্ডের নয়া প্রধানমন্ত্রী জোহানসন

প্রকাশিত: ০৩:৫৬, ৮ এপ্রিল ২০১৬

আইসল্যান্ডের নয়া প্রধানমন্ত্রী জোহানসন

আইসল্যান্ডের ক্ষমতাসীন জোট নয়া প্রধানমন্ত্রী হিসেবে সিগুরডুর ইঙ্গি জোহানসনের (৫৩) নাম ঘোষণা করেছে। জোহানসন বর্তমান সরকারের কৃষি ও মৎস্যমন্ত্রী। তিনি ক্ষমতাসীন প্রোগ্রেসিভ পার্টির (পিপি) উপনেতা। তিনি জানিয়েছেন, দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর বিবিসির। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও দলীয় প্রধানের পদ ছাড়েননি গুনলাগসন। তিনি এখন প্রোগ্রেসিভ পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাবেন। পানামার ল’ ফার্ম মোওস্যাক ফনসেকার নথি ফাঁস হয়ে যাওয়ার পর সেখানে কর ফাঁকি দিয়ে গোপন অর্থের পাহাড় গড়ে তোলা বিশ্বনেতাদের মধ্যে আইসল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী সিগমুন্তর গুনলাগসনের নামও উঠে আসে। এরপর গুনলাগসনের পদত্যাগের দাবিতে প্রায় ১০ হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন গুনলাগসন। আর এরপরই নয়া প্রধানমন্ত্রী পদে জোহানসনের নাম ঘোষণা করা হয়। অবশ্য বিরোধী দলগুলো পুরো সরকারকে পদত্যাগ করে আগাম নির্বাচনের দাবি জানিয়েছে। আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ তদন্ত দাবি পানামা পেপার্স আর্জেন্টিনার বিরোধী দলের এক আইনপ্রণেতা বুধবার দেশের প্রেসিডেন্ট মৌরিসিও ম্যাকরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং আর্থিক অপরাধের জন্য পানামার আইনী পরামর্শক প্রতিষ্ঠান মোওস্যাক ফনসেকার ফাঁস হওয়া নথিতে তার নাম ওঠায় এটি তদন্ত করার আহ্বান জানান। আইনপ্রণেতা নরম্যান মার্টিনেজ রক্ষণশীল এ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দিতে ফেডারেল বিচারকের প্রতি আহ্বান জানান। বাহামাস ও পানামায় নিবন্ধন করা দুটি প্রতিষ্ঠানে প্রেসিডেন্টের স্বার্থের বিষয়ে কংগ্রেসের সামনে তাকে সাক্ষ্য দিতে বাধ্য করার দাবিসংবলিত একটি বিলের বিষয়ে নিম্নকক্ষে ভোট দেয়ার পর ম্যাকরির পূর্বসূরি ও বিরোধীর মিত্র মার্টিনেজ এ অভিযোগ দায়ের করেন। খবর এএফপির। তুরস্কের সীমান্তবর্তী শহরে জঙ্গীদের রকেট হামলা তুরস্কের সিরীয় সীমান্তবর্তী একটি শহরের মধ্যস্থলে ইসলামিক স্টেটের (আইএস) ছোড়া দুটি রকেট হামলায় তিনজন আহত হয়েছে। সিরিয়ার আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে এ হামলা চালানো হয়। দোগান বার্তা সংস্থা জানিয়েছে, গ্রিনিচ সময় ০৫টা ৪৫ মিনিটে কিলিস শহরের কেন্দ্রে রকেট দুটি আঘাত হানে। ঘটনাস্থলে এ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। পুলিশ ওই এলাকার চারপাশে নিরাপত্তা বলয় সৃষ্টি করেছে। দোগান বলেছে, একটি রকেট একটি ভবনে আঘাত করে। সিরীয় শরণার্থীরা ভবনটি ব্যবহার করে। খবর এএফপির
×