ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কপিরাইট আইন ভঙ্গ ॥ উইকিমিডিয়ার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৩:৫৬, ৮ এপ্রিল ২০১৬

কপিরাইট আইন ভঙ্গ ॥ উইকিমিডিয়ার বিরুদ্ধে মামলা

সুইডেনের সরকারী শিল্পকর্ম নিয়ে ডকুমেন্ট করে একটি ওয়েবসাইট কপিরাইট আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে দেশটির সুপ্রীমকোর্ট। অফেন্টলিগ কনস্ট সাইটটিতে ভাস্কর্য, মূর্তি ও বিভিন্ন চিত্রের বিশদ বর্ণনা প্রদর্শন করা হয়ে থাকে। খবর বিবিসির। শিল্পীদের অনুমতি ছাড়াই শিল্পকর্ম বিনামূল্যে বিতরণ করার জন্য এই সাইটের মালিক প্রতিষ্ঠান উইকিমিডিয়া সুইডেনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ভিজ্যুয়াল কপিরাইট সোসাইটি। উইকিমিডিয়া সুইডেন জানায়, এই ঘটনায় তারা মারাত্মকভাবে হতাশ হয়েছে। এই অলাভজনক সংস্থা সুইডেনের উইকিমিডিয়া উইকিপিডিয়ার মতো তাদের অন্যান্য প্রকল্প প্রচারের জন্য কাজ করছে। এতে জনগণের জন্য আলোকচিত্র সংগ্রহ করা হয়েছে, যাতে তারা তা বিনামূল্যেই ব্যবহার করতে পারে। কিন্তু দেশটির সুপ্রীমকোর্ট জানায়, কোন ডাটাবেজ সীমাহীন ব্যবহারের জন্য যখন কোন ব্যক্তিকে সর্বজনীন শিল্পকর্মগুলোর আলোকচিত্র নেয়ার অনুমতি দেয়া হয় তখন তা ‘সম্পূর্ণ একটি ভিন্ন ঘটনা’। এ ধরনের ডাটাবেজের যে বাণিজ্যিক মূল্য রয়েছে তা তুচ্ছ করার মতো নয়। আর শিল্পীরা সেই মূল্যের অধিকারী। উইকিমিডিয়া সুইডেন আরও জানিয়েছে, দেশের কপিরাইট আইন সময়ের চেয়ে ‘পিছিয়ে আছে’ এবং বর্তমানে যে ‘ডিজিটাল বাস্তবতা’ বিদ্যমান তার জন্য এ আইন ‘পর্যাপ্ত নয়’। সেই সঙ্গে বিখ্যাত ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ছবি তুলে তা অনলাইনে শেয়ার করলে কপিরাইট আইন ভঙ্গ হতে পারে বলেও পর্যটকদের সতর্ক করা হয়। মায়ের সঙ্গে ‘নুয়ান নুয়ান’ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতীয় চিড়িয়াখানার পান্ডা ঘেরে মা লিয়াং লিয়াংয়ের সঙ্গে সাত মাস বয়সী পান্ডা শাবক নুয়ান নুয়ান। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার এর নামকরণ করে। এর অর্থ বন্ধুভাবাপন্ন। জরিপের মাধ্যমে প্রায় ২৩ হাজার নামের মধ্য থেকে এই নামটি বাছাই করা হয়। এর মা ও বাবাকে গত বছর চীনের কাছ থেকে ধার আনা হয়। -এএফপি রেকর্ড দামে বিক্রি বিরল নীলাভ হীরা বিশ্বের সবচেয়ে বড় বিরল ডিম্বাকৃতি নীল রঙের হীরা নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। হংকংয়ে মঙ্গলবার নিলাম প্রতিষ্ঠান সোথবি এই নিলামের আয়োজন করে। ১০ দশমিক ১০ ক্যারটের উজ্জ্বল নীলাভ এই হিরাটি ‘ডি বিয়ারস মিলেনিয়াম জুয়েল ফোর’ নামে পরিচিত। নিলাম শুরুর কিছুক্ষণের মধ্যেই ৩ কোটি ১৮ লাখ ডলারে কিনে নেন অজ্ঞাত এক ব্যক্তি। তিনি ফোনে নিলামে অংশ নেন। সোথবি জানিয়েছে, এত বড় ডিম্বাকৃতির নীলাভ হীরা আগে কখনও নিলামে দেখা যায়নি। কাজুবাদামের চেয়ে সামান্য বড় হিরাটি নিখুত। - এএফপি
×