ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জবি শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৮:২৭, ৭ এপ্রিল ২০১৬

জবি শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

জবি সংবাদদাতা ॥ রাজধানীর সূত্রাপুরে নাজিমউদ্দিন (২৮) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সন্ধ্যকালীন কোর্সে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পরে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে আটটার দিকে সূত্রাপুরের একরামপুর মোড়ে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত নাজিমউদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের (এলএলএম) ‘বি’ সেকশনের একজন ছাত্র। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার থানার টুকা ভড়া উট গ্রামে। সে মৃত আব্দুস সামাদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আটার দিকে ক্লাস শেষ করে মেসে ফিরছিল নাজিমউদ্দিন। এ সময় মোটরসাইকেলে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি এসে প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলির সঙ্গে সঙ্গে নাজিমউদ্দিনের মাথার খুলির অংশটি মাটিতে ছিটকে পড়ে এবং নিথর দেহটি পাশেই লুটিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তলের গুলির একটি খোসা উদ্ধার করা হয়। এ বিষয়ে ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার নুরুল ইসলাম জানান, এটি একটি পরিকল্পিত হত্যা। তবে কে বা কার এই ঘটনা ঘটিয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে।
×