ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাজিরা প্রান্তে নদীর ৭০ মিটার গভীরে পদ্মা সেতুর মূল পাইল স্থাপন

প্রকাশিত: ০৮:০৬, ৭ এপ্রিল ২০১৬

জাজিরা প্রান্তে নদীর ৭০ মিটার গভীরে পদ্মা সেতুর মূল পাইল স্থাপন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে মূল পাইল স্থাপন শুরু হয়েছে। সেতুর ৩৯ নম্বর পিলারের ২ নম্বর পাইলটি শেষে খবর পাওয়া পর্যন্ত তলদেশে ৭০ মিটার প্রবেশ করানো সম্ভব হয়েছে। রাত ৮টায় পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এই তথ্য জানান, জাজিরা প্রান্তের এই পাইল স্থাপনের কথা ছিল বুধবার। তবে প্রস্তুতি সব ঠিক থাকায় মঙ্গলবার রাত থেকেই ড্রাইভ শুরু করে। জার্মানির তৈরি ২ হাজার ৪শ’ কিলো জুল ক্ষমতার হ্যামারের হাতুড়ি বাড়ি দিয়ে এই মূল পাইলটি বুধবার স্থাপন সম্পন্ন হয়েছে। এখন পাশে আরেকটি পাইল স্থাপনের কাজ চলছে।
×