ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাঁচ হাজার হাজীর গায়েব ফাইল উদ্ধার ॥ ঘটনা আড়ালকারীরা শনাক্ত

প্রকাশিত: ০৮:০৫, ৭ এপ্রিল ২০১৬

পাঁচ হাজার হাজীর গায়েব ফাইল উদ্ধার ॥ ঘটনা আড়ালকারীরা শনাক্ত

আজাদ সুলায়মান ॥ গত বছর হজের সময় কোটার অতিরিক্ত হিসেবে পাঠানো ৫ হাজার হাজীর কাগজপত্র ও নথি হারানোর রহস্য উদ্ঘাটনের পথে। নথি কারা গোপনে অন্যত্র সরিয়ে প্রকৃত ঘটনা আড়াল করতে চেয়েছিল তাদের শনাক্ত করা হয়েছে। সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের রক্ষণাবেক্ষণ শাখার কর্মকর্তাদের কাছ থেকেই এ নথি উদ্ধার করা হলেও এখনও বহাল তবিয়তে রয়েছেন তারা। ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল জলিল নিশ্চিত করেছেন, একটা নথি পাওয়া যাচ্ছিল না। সেটা পাওয়া গেছে। এখন দেখতে হবে কী কারণে কী ঘটেছিল। এ সম্পর্কে ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এ ঘটনায় যারা জড়িত বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া হাবের কোন কর্মকর্তা জড়িত ছিল কিনা, সেটাও খতিয়ে দেখা হবে। কারণ গত হজ মৌসুমে অতিরিক্ত ৫ হাজার হাজী পাঠানোর জন্য সরকার থেকে নেয়া টাকার অর্ধেকটাই হজ এজেন্সিজ এ্যাসোসিয়েশনের (হাব) কাছ থেকে ফেরত পায়নি মন্ত্রণালয়। আর নথি হারানোর কারণে এ বিষয়ে কোন পদক্ষেপও নেয়া সম্ভব হয়নি। সে কারণে হাবের কাছে জমা থাকা হাজীদের ব্যয় না হওয়া অতিরিক্ত টাকা ফেরত পেতে মন্ত্রণালয়ে আবেদনকারী হজ এজেন্সিগুলোর আবেদনও নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে। জানতে চাইলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে হাবের লোকজনের স্বার্থ রক্ষার্থেই এ ফাইল হারানো বা গায়েব হওয়ার ঘটনা ঘটানো হয়েছে।
×