ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতে আটক ১৬ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

প্রকাশিত: ০৮:০৫, ৭ এপ্রিল ২০১৬

ভারতে আটক ১৬ বাংলাদেশীকে ফেরত দিল বিএসএফ

বাংলানিউজ ॥ ভাল কাজের প্রলোভনে ভারতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া ১৬ বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বুধবার রাত ৯টার দিকে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৬ ব্যাটালিয়ন চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যদের কাছে এই বাংলাদেশীদের হস্তান্তর করে। ফেরত আসা বাংলাদেশীরা হলেন সাতক্ষীরার বেলাল হাওলাদার (১৮), বাগেরহাটের ফকিরহাট উপজেলার প্রতাপ (১৮), পান্নু মিস্ত্রি ২৩), খুলনার খানজাহান আলী আলী সড়কের কৃষ্ণপদ ম-ল (৪০), মুন্সীগঞ্জের কনি হোসেন (৫৮), নড়াইলের কালিয়া উপজেলার সাবিনা (১৯), যশোর অভয়নগর উপজেলার সন্তোষ কুমার অধিকারী (৬০), বিপ্লব কুমার অধিকারী (২৩), নওয়াপাড়ার কাজী আব্দুল গাফফার (৩০), শার্শার রেজাউল (৩৮), সাইরা বেগম (৫৫), রহিমা বেগম (৪০), সুজন (১৮), মেহেদী হাসান (১৮), সিপন (১৪) ও শফিকুল (২৪)। বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে।
×