ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভায়োলিন কুইন

প্রকাশিত: ০৬:৪৫, ৭ এপ্রিল ২০১৬

ভায়োলিন কুইন

লিন্ডসে স্টারলিং এক সেনসেশনের নাম। ভায়োলিনই যার অস্ত্র, শক্তি। তিনি নেচে নেচে উড়ে উড়ে ভায়োলিনের সুর ছড়িয়ে দেন দুনিয়াজুড়ে। এই শিল্পীকে নিয়ে লিখেছেন- জারিন নিম্মি তিনি ভায়োলিনের সুর মিশিয়ে দেন বাতাসে। পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে সে সুর। তার নাম লিন্ডসে স্টারলিং। যিনি একধারে গায়িকা, নৃত্যশিল্পী, স্টেজ পারফর্মার এবং কম্পোজার। এরইমধ্যে এই শিল্পীর ইউটিউব চ্যানেলের গ্রাহক প্রায় ৫৫ লাখ ছাড়িয়েছে! লিন্ডসের বিভিন্ন মিউজিক ভিডিও এ পর্যন্ত দেখা হয়েছে ৭৬ কোটি বারেরও বেশি! বিলবোর্ড ম্যাগাজিনের ক্ল্যাসিকাল ধারার শীর্ষ দ্বিতীয় অবস্থানে আছে লিন্ডসের ‘শ্যাটার মি’ এ্যালবামটি। যুক্তরাষ্ট্রের আরিজোনায় বেড়ে ওঠা এই শিল্পীর জীবনের শুরুটা তেমন মসৃণ ছিল না। ভায়োলিনের প্রতি টান সেই ছোটবেলাতেই ছিল, কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণের অর্ধেক বেতনে মাত্র ১৫ মিনিট ভায়োলিন শিখতেন এক শিক্ষকের কাছে। ২০১০ সালে ‘আমেরিকা গট ট্যালেন্ট’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করে কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে যান। বিচারকদের মন্তব্য তাকে আহত করে অনেক। কিন্তু ওইসব মন্তব্যই তাকে এতদূর নিয়ে এসেছে! ওই প্রতিযোগিতায় তার পারফরমেন্সে মুগ্ধ এক কোরিওগ্রাফার ডেভিড গ্রাহাম তাকে নিয়ে বেশকিছু মিউজিক ভিডিও তৈরি করেন। তাতে লিন্ডসের বেহালার সুর আর নৃত্যশৈলী মুগ্ধ করবে আপনাকে। আচ্ছন্ন করে রাখবে বহুক্ষণ ধরে। বিচারকদের ভুল প্রমাণ করেছেন তিনি। নিউইয়র্কে তার প্রথম স্টেজ শো-ই প্রমাণ করেছিল কী পরিমাণ দর্শকপ্রিয়তা তার। এখন ইউটিউব থেকে সর্বোচ্চ পারিশ্রমিক আদায় করা ব্যক্তি তিনি। তবুও নিজেকে ধনী মানতে নারাজ লিন্ডসে। তার বাবা-মা খুব হিসেবি জীবনযাপন করেছেন। তিনিও চান তেমন গরীব কাউকে বিয়ে করে নির্ধারিত বাজেটে সংসার চালাতে!
×