ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফুটবল বাঁচাতে পাপনের দ্বারস্থ

প্রকাশিত: ০৬:৩৫, ৭ এপ্রিল ২০১৬

ফুটবল বাঁচাতে পাপনের দ্বারস্থ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হচ্ছে দেশের ধনী ক্রীড়া ফেডারেশন। ইদানীং তারা অন্য ক্রীড়া ফেডারেশন বা অন্য খেলার ক্রীড়াবিদদের আর্থিকসহ বিভিন্ন সমস্যার সমাধান করছে সফলভাবে। শেখ জামাল ধানম-ি ক্লাবের সভাপতি মনজুর কাদের বিসিবির অন্যতম পরিচালকও বটে। সেই সুবাদে তার সঙ্গে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের রয়েছে ব্যক্তিগত সুসম্পর্ক। এখন মনজুর কাদের ব্যস্ত বাফুফের সঙ্গে ‘বাঁচাও ফুটবল’ আন্দোলন লড়াইয়ে। এই মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন। একে সামনে রেখে বাফুফের বর্তমান কার্যনির্বাহী কমিটির বিরোধী জোট ‘বাঁচাও ফুটবল’ এর সদস্যরা বুধবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে এক আলোচনায় বসে বোর্ড সভাপতিকে তাদের বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আবেদন জানান। আলোচনাটি অনুষ্ঠিত পাপনের গুলশানের বাসভবনে। এতে উপস্থিত ছিলেন ‘বাঁচাও ফুটবল’-এর সদস্য সাবেক জাতীয় ফুটবলার শামসুল আলম মঞ্জু, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, আবদুল গাফফ্রা, কায়সার হামিদ, জাকারিয়া পিন্টু, কোচ শফিকুল ইসলাম মানিক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া, আবু হাসান চৌধুরী প্রিন্সসহ অন্য ফুটবল সংগঠক-খেলোয়াড়রা। বৈঠক শেষে শেখ জামাল ধানম-ি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলেন, ‘আমরা বিসিবি সভাপতির কাছে বাফুফের চলমান অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নানা দুর্নীতি সম্পর্কে একটি চিত্র উপস্থাপন করেছি। বিসিবি সভাপতি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন অভিভাবক, তাই তার মাধ্যমে দেশের অভিভাবক মহামান্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের বার্তা ও বক্তব্য তুলে ধরার আবেদন করেছি। তিনি এ বিষয়ে আমাদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন। আমরা চাই বাফুফেতে একটি স্বচ্ছ ও দেশের ফুটবলকে সঠিকভাবে চালনা করার একটি যোগ্য কমিটি।’ পাপন বলেন, ‘আমি ফুটবলার ও সংগঠকদের কথা শুনেছি, তারা আমাকে একটি দায়িত্ব দিয়েছেন। আমি আগামী দু-তিন দিনের মাঝে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলব।’ বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন বলেন, ‘তারা যদিও ফুটবল বাঁচানোর সত্যিকারের লোকই হয়ে থাকেন, তাহলে আমার প্রশ্ন- গত দশ বছরে দেশের ফুটবলের উন্নয়নে তাদের অবদানটা কি। আমি মনে করি, আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই তাদের বর্তমান এই প্রয়াস।’ বাফুফের বিরুদ্ধে শেখ জামালের আট ফুটবলার ফিরিয়ে দেয়ার জন্য করা রিট পিটিশনের শুনানি আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে গত রবিবার এ শুনানি হওয়ার কথা ছিল। বাফুফের আইনজীবী সূত্রে জানা গেছে, বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে বেলা ১১টায় বাফুফে, শেখ জামাল কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত থাকবেন। আরও জানা গেছে, মহামান্য আদালত আজও রায় দিতে পারেন বা প্রয়োজনে দেরি করেও রায় দিতে পারেন। আজ শুধু শুনানি হতে পারে। সংশ্লিষ্ট ৮ ফুটবলার হলেন- মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী, শহীদুল আলম সোহেল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, রায়হান হাসান, ইয়ামিন মুন্না ও আলমগীর কবির রানা।
×