ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সামির জন্য বিরল সম্মান

প্রকাশিত: ০৬:৩১, ৭ এপ্রিল ২০১৬

সামির জন্য বিরল সম্মান

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে বিশ্বকাপকেই বলা হয় ক্রিকেটের সত্যিকারের বিশ্বকাপ, সেটিকে ডাল-ভাত বানিয়ে ফেললেও, অস্ট্রেলিয়ার এখনও টি২০’র শিরোপা ছোঁয়া হয়নি। অথচ নানা প্রতিকূলতার মাঝে প্রথম দল হিসেবে দু’দুটি টি২০ বিশ্বকাপ জয় করে ইতিহাস গড়ল ক্যারিবীয়রা। ২০১২ ও ২০১৬- দু’বারই আবার অধিনায়ক ড্যারেন সামি! ক্রিস গেইল-মারলন স্যামুয়েলসদের দারুণ নৈপুণ্যে মুগ্ধ হয়ে এরই মধ্যে তাদের সঙ্গে সম্পর্কের তিক্ততা মেটাতে উদ্যোগী হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। বীরের মর্যাদা পাওয়া অধিনায়ককে সম্মান জানাতে এবার জন্মস্থান সেন্ট লুসিয়া স্টেডিয়ামের নামকরণ হলো সামির নামে। সেন্ট লুসিয়া বোউসেজর ক্রিকেট গ্রাউন্ডকে এখন থেকে ডাকা হবে ‘সামি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড’ নামে। মঙ্গলবার বিশ্বজয়ী সেনাপতি ও তার দলকে স্বাগত জানিয়ে সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী কেনি ডি এ্যান্থনি এ ঘোষণা দিয়েছেন। গ্রেট ক্লাইভ লয়েডের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে দু-দুটি বিশ্বকাপ শিরোপা উপহার দিলেন সামি। অবশ্য ১৯৭৫ ও ১৯৭৯ সালে দুটি সত্যিকারের (ওয়ানডে) বিশ্বকাপ জিতিয়েও লয়েড এমন সম্মান পাননি। তবে সামির আগে উইন্ডিজের মাত্র দুই ক্রিকেটারের নামে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল। ২০০৬ সালে এ্যান্টিগায় নির্মিত নতুন স্টেডিয়াম উৎসর্গ করা হয়েছিল কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডসের নামে। ত্রিনিদাদ এ্যান্ড টোবাগোতে আরেক কিংবদন্তি ব্রায়ান লারার নামেও একটি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয় ২০০২ সালে। কিন্তু এখন পর্যন্ত সেটি আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী হয়নি! নিজেদের নামের স্টেডিয়ামে তাই কখনই খেলা হয়নি ভিভ-লারাদের। কিন্তু ৩২ বছর সামি হয়ত অভূতপূর্ব সেই সুযোগটা পেয়ে যাবেন। কারণ ২০০২ সাল থেকে বৌসেজ ক্রিকেট গ্রাউন্ডসের যাত্রা। এটিই ওয়েস্ট ইন্ডিজের প্রথম স্টেডিয়াম যেখানে ফ্লাডলাইটের আলোয় প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০০৬ সালে অতিথি জিম্বাবুইয়ের বিপক্ষে ম্যাচে সেদিন ১৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটি কানায় কানায় ভরে গিয়েছিল। কেবল অধিনায়ক সমি নন, ইডেন গার্ডেন্সের ফাইনালে ইংলিশ বোলার বেন স্টোকসের করা শেষ ওভারের প্রথম চার বলে ছক্কা হাঁকিয়ে ‘নায়ক’ বনে যাওয়া কার্লোস ব্রেথওয়টকেও যথাযথ সম্মান জানানো হয়েছে। ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডসের একটি স্ট্যান্ড থাকবে তার নামে। দুর্দান্ত নৈপুণ্যের সুবাতাস বইছে প্রশাসনিক ক্ষেত্রেও। বিশ্বজয়ের পর ক্রিকেটারদের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতে আগ্রহী বোর্ড। আইপিএল (৯ এপ্রিল-২৯ মে) শেষে ‘চ্যাম্পিয়ন’ সামিদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ডব্লিউআইসিবি প্রধান ডেভ ক্যামেরন। উল্লেখ্য, কয়েক বছর ধরে ডব্লিউআইসিবির এঙ্গ ড্যারেন সামি-ক্রিস গেইলদের সম্পর্ক ভাল নয়। আর্থিক লেনদেন নিয়ে মূল ঝামেলা। ২০১৪ সালে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ভারত সফরের মধ্যপথে দেশে ফিরে গিয়েছিলেন ক্রিকেটাররা। এমনকি এবারের টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে অনিচ্ছার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তারা। গেইলসহ ক্যারিবীয়দের কয়েকজন সিনিয়র খেলেয়াড় ফ্র্যাঞ্চাইজি টি২০’র জন্য টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। কারণটা শুধুই আর্থিক। দেশের হয়ে বছরজুড়ে খেললে যা আয় হয়, টি২০ টুর্নামেন্টে মাত্র দেড় মাসেই তার বেশি অর্থ পকেটে পোড়েন গেইল-সামিরা। ওদিকে ক্যারিবীয় ক্রিকেটাররা ‘মস্তিষ্কহীন’ বলে সমালোচিত ব্রিটিশ ধারাভাষ্যকার ও কলাম লেখক মার্ক নিকোলস ক্ষমা চেয়েছেন। ‘আমার মন্তব্যে ভুল বোঝার জন্য দুঃখিত। কখনই বলিনি উইন্ডিজ মস্তিষ্কহীন, বলেছিলাম তারা খেলায় মন দিচ্ছে না। যাই হোক, ক্যারিবীয়দের সাফল্য আমাদের জন্য চপেটাঘাত। ওরা দারুণ খেলেছে। সামি আর তার দলকে অভিনন্দন।’
×