ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের ভাইস প্রেসিডেন্টকে ইমপিচ করতে সুপ্রীমকোর্টের নির্দেশ

প্রকাশিত: ০৬:২১, ৭ এপ্রিল ২০১৬

ব্রাজিলের ভাইস প্রেসিডেন্টকে ইমপিচ করতে সুপ্রীমকোর্টের নির্দেশ

ব্রাজিলের সুপ্রীমকোর্টের এক বিচারক মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট মাইকেল টেমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া করার জন্য কংগ্রেসকে নির্দেশ দিয়েছেন। এই সঙ্গে লাতিন আমেরিকার বৃহত্তম এ দেশটির নেতৃত্ব নিয়ে রাজনৈতিক সঙ্কট ও অনিশ্চয়তা আরও গভীর হয়ে উঠছে। খবর ওয়েবসাইটের। বিচারক মার্কো অরেলিও মেলো প্রেসিডেন্ট দিলমা রুসেফের প্রশাসনের সদস্য হিসেবে বাজেট হিসাবকে নিজের সুবিধায় এদিক-সেদিক করার অভিযোগে টেমারকে বিচারের সম্মুখীন করার লক্ষ্যে একটি ইমপিচমেন্ট কমিটি আহ্বানের জন্য নিম্নকক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন। রুসেফের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ বিশ্লেষণের জন্য এর মধ্যেই আরও একটি কমিটি গঠন করা হয়েছে। রুসেফ এপ্রিলের মাঝামাঝি সময়ে নিম্নকক্ষে এক ইমপিচমেন্ট ভোটাভুটি ব্যর্থ করে দেয়ার উদ্যোগের প্রতি সমর্থন আদায়ের জন্য জোর চেষ্টা চালিয়েছেন। এফবিআইয়ের ভুয়া বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রে অভিবাসন জালিয়াতি চক্রকে ধরতে ইউনিভার্সিটি অব নর্দার্ন নিউজার্সি নামে একটি ভুয়া বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিল এফবিআই। এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর ছদ্মবেশে ছিলেন এফবিআই এজেন্টরা। চারবছর ধরে চালানো এই অভিযান শেষে ২১ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলেন, অভিযুক্তরা জানতো যে, এই বিশ্ববিদ্যালয়ের কোন অস্তিত্ব নেই। কিন্তু তারা জানতো না যে, এটি অভিবাসন কর্তৃপক্ষের একটি ফাঁদ। -বিবিসি সাহসিকতার জন্য পদক পেল কুকুর যুক্তরাষ্ট্রের মেরিন সেনাবাহিনীর একটি কুকুর বিস্ফোরকের গন্ধ শনাক্ত করে রক্ষা করেছে হাজারও সেনার জীবন। এই বীরোচিত কর্মের স্বীকৃতি হিসেবে প্রাণীটিকে দেয়া হয়েছে পুরস্কার। এনডিটিভি বলছে, লুক্কা নামের ১২ বছর বয়সী জার্মান শেপার্ড প্রজাতির কুকুরটিকে যুদ্ধক্ষেত্রে প্রাণীদের সাহসিকতার স্বীকৃতি হিসেবে প্রবর্তিত ‘ডিকেন মেডাল’ দেয়া হয়েছে। বীরত্বপূর্ণ অবদানের জন্য দেয়া ‘ভিক্টোরিয়া ক্রস’র সমতুল্য প্রাণীদের এই ‘ডিকেন মেডাল’। মার্কিন মেরিনের প্রথম কুকুর হিসেবে জার্মান শেপার্ড লুক্কা এ পদক অর্জন করেছে। -ওয়েবসাইট
×