ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তদন্তে পাকিস্তানে বিচার বিভাগীয় কমিশন গঠন

বিদেশী সার্ভার থেকে তথ্য হ্যাক হয়েছে ॥ র‌্যামন ফনসেকা

প্রকাশিত: ০৬:২০, ৭ এপ্রিল ২০১৬

বিদেশী সার্ভার থেকে তথ্য হ্যাক হয়েছে ॥ র‌্যামন ফনসেকা

পানামার আইনী পরামর্শক প্রতিষ্ঠান মোওস্যাক ফনসেকার অন্যতম প্রতিষ্ঠাতা র‌্যামন ফনসেকা বলেছেন, বিদেশী সার্ভার থেকে তার প্রতিষ্ঠানের তথ্য হ্যাক করা হয়েছে। এ নিয়ে তারা সোমবার একটি ফৌজদারি অভিযোগ করেছেন। মঙ্গলবার তিনি এ কথা জানিয়েছেন। ‘পানামা পেপার্স’ নামে এ কেলেঙ্কারির ঘটনায় বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের অর্থ পাচার ও কর ফাঁকির বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে কঠোর সমালোচনা শুরু হয়েছে। খবর এএফপি ও ডনের। র‌্যামন অভিযোগ করেন, কেলেঙ্কারি নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা হলেও কেউ হ্যাক করার বিষয়টি নিয়ে কথা বলছে না। অথচ অপরাধ হয়ে থাকলে এটিই হয়েছে। বার্তা সংস্থা এএফপির টেলিফোন বার্তায় করা এক প্রশ্নের জবাবে র‌্যামন ফনসেকা বলেন, আমরা অভিযোগ করেছি। তথ্য ফাঁস হওয়া নিয়ে আমাদের কাছে কারিগরি তথ্য আছে। সেখানে দেখা গেছে, বাইরে থেকে আমাদের সার্ভার হ্যাক করা হয়েছে। তবে কোন দেশ থেকে হ্যাক করা হয়েছে, তা তিনি নির্দিষ্ট করে বলেননি। অজ্ঞাত সূত্র থেকে মোওস্যাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ নথি জার্মান দৈনিক জিটডয়েচ সাইতংয়ের হাতে আসে। পত্রিকাটি সেসব নথি অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে কাজ করা ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসকে (আইসিআইজে) দেয়। ১৯৭৭ থেকে ২০১৫ সাল প্রায় ৪০ বছরের এসব নথি পরীক্ষা-নিরীক্ষা করে তার কিছু অংশ আইসিআইজে প্রকাশ করে। আগামী মে মাসে আরও নথি প্রকাশের ঘোষণা দিয়েছে সংস্থাটি। র‌্যামন বলেন, আমরা বুঝতে পারছি না, সারাবিশ্ব কি ইতোমধ্যেই স্বীকার করে নিয়েছে যে, গোপনীয়তা কোন মানবিক অধিকার নয়। বিশ্বের ধনী, ক্ষমতাধর ব্যক্তি ও নামকরা সেলিব্রেটিরা কোন কৌশলে কর ফাঁকি দিয়ে কিভাবে গোপন সম্পদের পাহাড় গড়েছেন, তা বেরিয়ে এসেছে ফাঁস হওয়া নথিতে। এতে বিব্রতকর অবস্থায় পড়েছেন ওই ব্যক্তিরা। তবে মোওস্যাক ফনসেকা ও পানামা সরকার জোর দিয়ে বলেছে, অফশোর কোম্পানিগুলো অবৈধ নয়। আর তাদের গ্রাহকরা কোম্পানিগুলো কি কাজে ব্যবহার করছে, সেই দায়িত্ব মোওস্যাক ফনসেকার নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, তার পরিবারের সদস্যরা অর্থ নিয়ে কোন কেলেঙ্কারির সঙ্গে জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় কমিশন গঠন করা হবে। তার মেয়ে ও ছেলেদের বিদেশে কোম্পানি আছে বলে ‘পানামা পেপার্সে’ অভিযোগ উঠার পরিপ্রেক্ষিতে নওয়াজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন। নওয়াজ বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রধান হবেন সুপ্রীমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। নওয়াজের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ উত্থাপনকারীদের এ কমিশনের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ দেয়ার আহ্বান জানান তিনি। নওয়াজ তার এ ভাষণে তার পরিবারের ব্যবসার বিষয় তুলে ধরেন।
×