ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসী ইঁদুর!

প্রকাশিত: ০৬:১৯, ৭ এপ্রিল ২০১৬

সন্ত্রাসী ইঁদুর!

পাকিস্তানে নতুন সমস্যা বড় আকারের ধেড়ে ইঁদুর। খাইবার পাখতুনখোয় প্রদেশের রাজধানী পেশোয়ার দেশটির জঙ্গী বিরোধী অভিযানের অন্যতম প্রধান কেন্দ্র। সন্ত্রাসী হামলায় এখানে হাজার হাজার মানুষ নিহত বা আহত হয়েছে। কিন্তু এই শহরের বাসিন্দাদের কাছে বড় সমস্যা এখন সন্ত্রাস নয় বরং ইঁদুর। শহরের মেয়রের দেয়া হিসাব মতে, গত এক বছরে সেখানে ইঁদুরের আক্রমণে আটটি শিশু মারা গেছে। ইঁদুরগুলোর তা-ব শুরু হয় মূলত রাত্রে। শহরের জরাজীর্ণ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ইঁদুর চলাচলের প্রধান রুট। এখান থেকে বেরিয়ে তারা মানুষের ঘরের দরজা কেটে, দেয়াল ফুটো করে যেভাবে পারে হামলে পড়ে খাবারের ওপর। হাসপাতাল থেকে শুরু করে স্কুল কোন কিছু বাদ পড়ে না দুর্ধর্ষ প্রাণীগুলোর আক্রমণ থেকে। ১০ লাখের বেশি জনঅধ্যুষিত নগরীর জন্য ইঁদুর এখন এক বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। অনেকে মনে করেন জিনগত পরিবর্তন ঘটিয়ে বাইরের কোন দেশ থেকে পাকিস্তানের ভেতর এই ইঁদুর ছেড়ে দেয়া হয়েছে। ইঁদুর শুধু সমস্যাই নয় জন্ম দিয়েছে ষড়যন্ত্র তত্ত্বের। অনেকে মনে করেন, পাকিস্তানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইঁদুরগুলো জন্মানো হয়েছে। এরপর দেশটি ছেড়ে যাওয়ার সময় রসদবাহী মার্কিন ট্রাকবহর পাকিস্তানে ইঁদুরগুলো ফেলে রেখে গেছে। নগরীর বাসিন্দা নাসির আহমেদ র‌্যাট কিলার হিসেবে পরিচিতি অর্জন করেছেন। ইতোমধ্যেই তিনি এক লাখের বেশি ইঁদুর মেরেছেন। তিনিও মনে করেন এগুলো স্বাভাবিকের চেয়ে বড় ধরনের ইঁদুর। এর পেছনে কোন রহস্যময় হাত থাকতেও পারে। -ওয়াশিংটন পোস্ট
×