ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁধাকপির রহস্যময়তা

প্রকাশিত: ০৬:১৮, ৭ এপ্রিল ২০১৬

বাঁধাকপির রহস্যময়তা

বাঁধাকপি বিক্রি সম্পর্কিত ইউরোপেীয় ইউনিয়নের যে বিধি রয়েছে তা লিখতে ২৬ হাজার ৯১১টি শব্দ দরকার হয় বলে বলা হয়ে থাকে। যেখানে প্রার্থনা করতে ৬৬টি শব্দ প্রয়োজন হয়, টেন কমান্ডেন্টের সবকটি উপদেশ লিখতে ১৭৯ শব্দ, গেটিসবার্গের সেই বিখ্যাত বক্তৃতাটি লিখতে লাগে ২৮৬ শব্দ, ম্যাগনাকার্টা লিখতে ৬৫০ শব্দ সেখানে ইইউ বাঁধাকপি বিক্রির নিয়ম লিখতে লাগে ২৬ হাজার ৯১১টি শব্দ ! ইন্টারেস্টিং। ব্রিটেনের ইইউতে থাকা না থাকা নিয়ে গণভোট যখন দোরগোড়ায় তখন এমনই ধরনের পরিসংখ্যান ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে। এ দিয়ে এটাই বোঝান উদ্দেশ্য যে, ইইউ আমলাতান্ত্রিক জটিলতার ভারে আক্রান্ত। তবে কেউ কেউ বলছেন সমস্যাটি ইইউর নয়। বাঁধাকপি নিজেই একটি রহস্যময় সবজি। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বেরি ও’ নেইল বলছেন, বাঁধাকপির দাম নিয়ন্ত্রণের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ইস্যু করা একটি মেমোতে ২৬ হাজারের বেশি শব্দ ছিল। এরপর ১৯৫২ সালে কোরিয়া যুদ্ধ চলাকালেও অনুরূপ একটি মেমো ইস্যু করা হয়। তিনি বলেন, কেবল বাঁধাকপিই না ডিম নিয়েও যুক্তরাজ্যের বিধিটি লিখতে প্রয়োজন হয় ২৯ হাজার শব্দ। -বিবিসি
×