ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যামনেস্টির প্রতিবেদন

গত বছর বিশ্বে এক হাজার ৬শ’ ৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত: ০৬:১৭, ৭ এপ্রিল ২০১৬

গত বছর বিশ্বে এক হাজার ৬শ’ ৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বে মৃত্যুদ- কার্যকরের হার রেকর্ড ছাড়িয়েছে। গত বছর বিভিন্ন দেশে কমপক্ষে এক হাজার ৬৩৪ জনের মৃত্যুদ- কার্যকর করা হয়। মৃত্যুদ- কার্যকরের এ সংখ্যা ১৯৮৯ সালের পর থেকে যে কোন দিক থেকেই সবচেয়ে বেশি। আন্তর্জাতিক দাতব্য সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর ওয়েবসাইটের। ২০১৪ সালের তুলনায় গত বছরের সংখ্যা ৫৪ শতাংশ বেশি। মৃত্যুদ- কার্যকরের ক্ষেত্রে এগিয়ে আছে ইরান, পাকিস্তান ও সৌদি আরব। গত বছর ইরানে ৯৭৭ জন, পাকিস্তানে ৩২৬ জন, সৌদি আরবে ১৫৮ জন ও মার্কিন যুক্তরাষ্ট্রে ২৮ জনের মৃত্যুদ- কার্যকর করা হয়। ইরানে মৃত্যুদ-প্রাপ্তদের অধিকাংশই মাদক ব্যবসা মামলার আসামি। ২০১৪ সালে এই দেশটিতে ৭৪৩ জনকে মৃত্যুদ- দেয়া হয়। মৃত্যুদ-ের বিশ্বব্যাপী মোট তালিকায় চীনকে অন্তর্ভুক্ত করা হয়নি। এই দেশে বছরে হাজারের বেশি লোককে মৃত্যুদ- দেয়া হলেও বিষয়টি গোপন রাখা হয় সরকারের পক্ষ থেকেই। এ কারণে দেশটির মৃত্যুদ-ের সংখ্যা বিষয়ক কোন তথ্য জানা সম্ভব হয় না। সম্ভাব্য হিসেবে মৃত্যুদ- দেয়া দেশগুলোর মধ্যে চীনই শীর্ষস্থানীয়। চীনের মত ভিয়েতনামেও মৃত্যুদ-ের কোন সংবাদ প্রকাশ করা হয় না। ইউরোপের দেশগুলোর মধ্যে একমাত্র বেলারুশেই শাস্তি হিসেবে মৃত্যুদ- বহাল রয়েছে। গত বছর প্রথমবারের মতো শাস্তি হিসেবে মৃত্যুদ-কে বাদ দিয়েছে বেশ কয়েকটি দেশ। এগুলো হচ্ছে ফিজি, মাদাগাস্কার, কঙ্গো, ব্রাজ্জাভিলে ও সুরিনাম। এদিকে মঙ্গোলিয়া মৃত্যুদ- বাদ দিয়ে নতুন করে শাস্তিমূলক আইন প্রণয়ন করেছে, যা আগামীবছর থেকে কার্যকর হবে। এ্যামনেস্টির মহাসচিব সলিল শেঠী বলেন, গত বছর মৃত্যুদ- কার্যকরের হার বেড়ে যাওয়া ছিল চরম বিশৃঙ্খলাপূর্ণ। অথচ বিগত ২৫ বছরেও বিশ্বব্যাপী এত লোককে এ দ- দেয়া হয়নি। ইরান, পাকিস্তান ও সৌদি আরবে এ সংখ্যা নজিরবিহীন পর্যায়ে নিয়ে গেছে, যার অধিকাংশ ক্ষেত্রেই বিচারের যথার্থতা অনুপস্থিত ছিল বলে অভিযোগ রয়েছে।
×