ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লেখাপ্রকাশ’র ৮টি সাহিত্য পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ০৬:১৩, ৭ এপ্রিল ২০১৬

লেখাপ্রকাশ’র ৮টি সাহিত্য পুরস্কার ঘোষণা

প্রকাশনা সংস্থা লেখাপ্রকাশ এবার ৮টি সাহিত্য পুরস্কার ঘোষণা করেছে। পুরস্কারগুলো হচ্ছে- নজরুল সাহিত্য পুরস্কার, জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার, ভাসানী সাহিত্য পুরস্কার, চে-গুয়েভারা সাহিত্য পুরস্কার, মাদার তেরেসা সাহিত্য পুরস্কার, শামছুল হক সাহিত্য পুরস্কার, শাহরিয়ার হাসান সাহিত্য পুরস্কার ও শিশুকবি রকি সাহিত্য পুরস্কার। সাহিত্যের নানা শাখায় পুরস্কৃতরা হলেন- বুলবুল খান মাহবুব (কবিতা), শওকত মোমেন শাজাহান (মরণোত্তর, কবিতা), নাজির হোসেন (উপন্যাস), সালেহ আহমাদ (ছোটগল্প), খালেদা বেগম (বড়গল্প), আফরোজা পারভীন (শিশুসাহিত্য), খান মোহাম্মদ খালেদ (ছড়া), ড. হারুন রশীদ (প্রবন্ধ), জুলফিকার হায়দার (গবেষণা প্রবন্ধ), নীহার সরকার (কলাম), মাসুম ফেরদৌস (গীতিকবিতা), সালমান মেহেদী তিতাস (সায়েন্স ফিকশন), মধুস্বিনী মোহনা (অনুবাদ), লুৎফর চৌধুরী (ভ্রমণসাহিত্য), তারিক ফেরদৌস খান (প্রচ্ছদসাহিত্য) ও খান মাহবুব (পলল, প্রকাশনা)। আগামী মাসের মাঝামাঝি পুরস্কার প্রদান অনুষ্ঠান জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।-বিজ্ঞপ্তি থোড়াই কেয়ার- যত্রতত্র রাস্তা পারাপারে আইনত দ-নীয় হলেও কে শোনে কার কথা। সাধারণ মানুষও যত্রতত্র রাস্তা পারাপার হচ্ছে। ভিক্ষুকরাও প্রায় প্রতিটি সিগন্যালে ভিক্ষার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দেয়। রাজধানীর ধানমন্ডি এলাকায় ছবির এই ভিক্ষুককে হুইল চেয়ারে করে ভিক্ষা করতে দেখা যাচ্ছে। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। দুরন্ত শৈশব বাংলাদেশ শিশু একাডেমির মূল ফটক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে একটি ভাস্কর্য। ভাস্কর্যটির নাম দুরন্ত। ছোট্ট শিশুর আকৃতিতে তৈরি শিল্পকর্মটিতে শৈশবের দুরন্তপনার চিত্র ফুটে উঠেছে। দরিদ্র, অবহেলিত ও অসহায় শিশু-কিশোরেরা যেভাবে রিক্সা-ভ্যানের টায়ার চালিয়ে বেড়ায়, ঠিক এমনি একটি দৃশ্য তুলে ধরা হয়েছে ভাস্কর্যটির মাধ্যমে। রাজধানীর শিশু একাডেমি থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×